গত বছরের শেষ দিকে মুক্তি পেয়েছে দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়ক প্রভাস অভিনীত ‘সালার’ সিনেমা। মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে ব্যাপক ব্যবসা করেছে এটি। এ সাফল্যের মধ্যেই তার পরবর্তী সিনেমার নাম জানা গেছে।
এবারের সিনেমার ‘দ্য রাজা সাব’। এটি পরিচালনা করছেন মারুতি। সিনেমার পোস্টারও প্রকাশ করা হয়েছে। রোমান্টিক ও ভৌতিক ঘরানার সিনেমায় এবার প্রভাসকে দেখা যাবে।
এ সিনেমার মাধ্যমে প্রভাস অন্যতম আলোচিত পরিচালক মারুতির সঙ্গে কাজ করতে যাচ্ছেন। ‘পিপল মিডিয়া ফ্যাক্টরি’ ব্যানারের অধীনে আসবে এ সিনেমা। গত ২৯ ডিসেম্বরেই নতুন সিনেমার কথা ঘোষণা করেন পরিচালক। তখন যদিও নাম ঘোষণা হয়নি।
বিশাল আয়োজনে নির্মাণ হবে এ সিনেমা। তামিল, কন্নড়, মালয়লাম, তেলুগু ও হিন্দিতে মুক্তি পাবে এ সিনেমা। টিজি বিশ্ব প্রসাদে প্রযোজিত, বিবেক কুচিবোতলা সহ-প্রযোজিত, ‘দ্য রাজা সাব’ একটি আগাগোড়া বিনোদন নির্ভর সিনেমা হতে যাচ্ছে এটি। এতে আবারও ভয়ংকর রূপ ও চরিত্রে ফিরছেন প্রভাস।
‘দ্য রাজা সাব’ সিনেমার সংগীত পরিচালনার দায়িত্ব নিয়েছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক থমন এস।
গত বছরের ডিসেম্বরেই ঘোষণা করা হয়েছিল জানুয়ারিতে এ সিনেমার ঘোষণা কথা ঘোষণা করা হবে। সেই কথা অনুযায়ী আজ (১৫ জানুয়ারি) প্রকাশ করা হয়েছে প্রভাসের প্রথম লুক, নাম ও পোস্টার। পরিচালক সোশ্যাল মিডিয়ায় এ সিনেমার বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক
মামুন আল সাফাত
প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৯৮৪৪৬৯৬৯
Email: news@prokash.live
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৯৮৪৪৬৯৬৯
Email: ads@prokash.live
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ