ল্যাব থেকেই সৃষ্টি হয়েছিলো কোভিড-১৯
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি কমিটি কোভিড-১৯ মহামারির কারণ হিসেবে ‘ল্যাব লিক’ তত্ত্বকে সমর্থন করেছে। সোমবার (২ ডিসেম্বর), করোনাভাইরাস সংকট সম্পর্কিত প্রতিনিধি পরিষদের উপকমিটি একটি ৫২০ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করে। এতে উল্লেখ করা হয়েছে যে, কোভিড-১৯ "সম্ভবত গবেষণাগারে বা গবেষণা সংক্রান্ত দুর্ঘটনার মাধ্যমে" উদ্ভূত হয়েছে। এই প্রতিবেদনটি তৈরি করতে কমিটি দুই বছর ধরে কাজ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মহামারির শুরুর আগে চীনের উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে ‘গেইন-অফ-ফাংশন’ গবেষণার জন্য যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ (NIH) বিতর্কিতভাবে অর্থায়ন করেছিল।
রিপাবলিকান সদস্য ব্র্যাড ওয়েনস্ট্রাপ এক চিঠিতে জানান, “এই কাজটি ভবিষ্যতে মহামারির পূর্বাভাস, প্রস্তুতি এবং প্রতিরোধে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশকে সহায়তা করবে।”
কোভিড-১৯ এর উৎস নিয়ে বিতর্ক
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে কোভিড-১৯ এর প্রথম রোগী শনাক্ত হয়। ভাইরাসটি দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে, যার ফলে ৭০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয় এবং বিশ্ব অর্থনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
অনেক গবেষক মনে করেন, ভাইরাসটি প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়েছে (জুনোটিক তত্ত্ব)। তবে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ের একটি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাসটি সম্ভবত একটি ল্যাব থেকে ছড়িয়ে পড়েছে। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) ২০২১ সালে একই মত পোষণ করেছিল।
ফাউচি ও ‘ল্যাব লিক’ বিতর্ক
মহামারি মোকাবিলায় জনস্বাস্থ্য বার্তার মূল ভূমিকা পালন করা অ্যান্থনি ফাউচি কংগ্রেসের তদন্তের কেন্দ্রবিন্দুতে ছিলেন। রিপাবলিকানদের দাবি, ফাউচি চীনা বিজ্ঞানীদের গবেষণায় অর্থায়নের অনুমোদন দিয়ে মহামারির জন্য দায়ী।
ফাউচি দাবি করেন, উহানের ল্যাবে থাকা ভাইরাসগুলো মহামারির কারণ হয়েছে, এমনটি "মলিকুলারভাবে অসম্ভব"। তিনি এটিকে ষড়যন্ত্র তত্ত্ব বলে উড়িয়ে দেন।
মাস্ক ও লকডাউন বিতর্ক
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, লকডাউন "সামগ্রিকভাবে বেশি ক্ষতি করেছে" এবং মাস্ক পরার নির্দেশনা কোভিড-১৯ এর বিস্তার রোধে "অকার্যকর" ছিল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা কোভিড-১৯ এর সুনির্দিষ্ট উৎস নির্ধারণে এখনও একমত হতে পারেনি। তবে এই প্রতিবেদন নতুন করে ল্যাব লিক তত্ত্বকে সামনে নিয়ে এসেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক
মামুন আল সাফাত
প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৯৮৪৪৬৯৬৯
Email: news@prokash.live
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৯৮৪৪৬৯৬৯
Email: ads@prokash.live
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ