ছবি : বঙ্গবাজারে অগ্নিকাণ্ড
রাজধানীর ঐতিহ্যবাহী বিপণি বিতান বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের নেপথ্যে পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ উঠে এসেছে। ২০২৩ সালের ৪ এপ্রিল ভোরে এই আগুনে বঙ্গবাজার কমপ্লেক্সের চারটি ইউনিটসহ আশপাশের আরও তিনটি মার্কেট পুড়ে যায়। দোকান, মালামাল এবং নগদ অর্থ হারিয়ে নিঃস্ব হন শত শত ব্যবসায়ী।
সিসিটিভি ফুটেজে সন্দেহজনক কার্যকলাপ
সম্প্রতি প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার আগমুহূর্তে দুই যুবক মোটরসাইকেলে করে মার্কেটের আদর্শ ইউনিটের ফটকে আসেন। তাদের একজন টর্চলাইট নিয়ে মার্কেটের দিকে এগিয়ে যান এবং কিছুক্ষণ পর দৌড়ে মোটরসাইকেলে উঠে পালিয়ে যান। তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, ওই দুই যুবকই আগুন লাগানোর সঙ্গে জড়িত।
তদন্তে প্রাথমিক প্রতিবেদন ও বিতর্ক
আগুনের কারণ হিসেবে সিগারেট, মশার কয়েল বা বৈদ্যুতিক শর্টসার্কিটের কথা বলা হলেও বিদ্যুতের মূল লাইন প্রতিদিন রাতেই বন্ধ করা হতো, যা বৈদ্যুতিক ত্রুটির তত্ত্বকে নাকচ করে। নিরাপত্তারক্ষীর সিগারেট থেকে আগুনের সম্ভাবনা নিয়েও প্রশ্ন উঠেছে, কারণ তিনি দীর্ঘদিন আগে ধূমপান ছেড়ে দিয়েছিলেন।
মার্কেট ভাঙা ও নতুন ভবন নির্মাণ পরিকল্পনা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দীর্ঘদিন ধরে বঙ্গবাজারে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা ছিল। ২০১৯ সালে মার্কেটটি ব্যবহারের জন্য ঝুঁকিপূর্ণ ঘোষণা করে খালি করার নোটিস দেওয়া হয়। ব্যবসায়ীদের আপত্তি ও আইনি পদক্ষেপের কারণে নতুন মার্কেট নির্মাণ বিলম্বিত হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ, তাদের সরাতে ব্যর্থ হয়ে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। অগ্নিকাণ্ডের পর আদালতের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে ডিএসসিসি নতুন মার্কেট নির্মাণের কাজ শুরু করে।
নতুন মামলায় উল্লেখিত নাম
রাষ্ট্রক্ষমতার পটপরিবর্তনের পর ২০২৩ সালের ২২ অক্টোবর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কামাল হোসেন রিপন ৫০০ কোটি টাকার ক্ষয়ক্ষতির অভিযোগে শাহবাগ থানায় মামলা দায়ের করেন। এতে ডিএসসিসির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ৩০ জনকে অভিযুক্ত করা হয়।
তদন্তের বর্তমান অবস্থা
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাইনুল ইসলাম খান জানান, মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাদের আটক করা সম্ভব হলে ঘটনার পেছনের অনেক তথ্য বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।
মার্কেট ও ক্ষয়ক্ষতি
প্রায় দুই বিঘা জমির ওপর অবস্থিত বঙ্গবাজার কমপ্লেক্স ছিল চারটি ইউনিটে বিভক্ত। আগুনে পাশের এনেক্সকো টাওয়ার মার্কেট ও ইসলামিয়া মার্কেটও ক্ষতিগ্রস্ত হয়। ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, এই অগ্নিকাণ্ড তাদের জীবিকা ও ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছে।
এই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও দায়ীদের চিহ্নিত করতে গভীর তদন্ত প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভারপ্রাপ্ত সম্পাদক
মামুন আল সাফাত
প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৯৮৪৪৬৯৬৯
Email: news@prokash.live
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৯৮৪৪৬৯৬৯
Email: ads@prokash.live
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ