ছবিঃ সবারকথা নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহের ভালুকায় ৪টি চোরাই অটো রিকশাসহ চক্রের ৩ সদস্যকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, দিনের পর দিন অভিনব কায়দায় চক্রটি অটোরিকশা চুরি করে বিক্রি করতো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করেন ভালুকা মডেল থানার এসআই আরিফুল ইসলাম, এএসআই আমির হামযা, এএসআই তানভীর ও এএসআই শাহ আলম।
চক্রের সদস্য আবু তাহেরকে জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকা থেকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাগলা থানা এলাকা থেকে চারটি অটোসহ চক্রের সদস্য সোহেল ও নজরুলকে আটক করা হয়। সকালে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক
মামুন আল সাফাত
প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৯৮৪৪৬৯৬৯
Email: news@prokash.live
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৯৮৪৪৬৯৬৯
Email: ads@prokash.live
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ