ন্যাড়া হয়ে দুধ দিয়ে গোসল, প্রেম-বিয়ে না করার শপথ
সিরাজগঞ্জ তাড়াশ সদর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের মো: হাসেম আল ওসামা (২০) নামে এক যুবকের সাথে ৪ বছরের এক মেয়ের প্রেমের সম্পর্কের ইতি টেনে অন্যত্র বিয়ে করায় ‘রাগ ও ক্ষোভে’ নিজের মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল গোসল করার ঘটনা ঘটেছে।
আজ সোমবার (৮ জুলাই) দুপুরে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রেমে ব্যর্থ প্রেমিক হাসেম আল ওসামা শ্রীকৃষ্ণপুর গ্রামের মো. শাহাজান আলীর পুত্র। তিনি সলঙ্গা ফাজিল ডিগ্রি মাদরাসার ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র।
প্রেমে ব্যর্থ হওয়া হাসেম আল ওসামা বলেন, ‘কুড়িগ্রাম জেলার রৌমারি সদরের এক মেয়ের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ৪ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। আমার সব কিছু মেনে নিয়ে সে আমাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। আমাকে ছাড়া জীবনে অন্য কাউকে বিয়ে করবে বলে শপথও করেছিল। কিন্তু কয়েক দিন আগে আমি বেকার বলে প্রেমের সম্পর্কে বিচ্ছেদ ঘটায়। বিষয়টি আমি মেনে নিতে পারিনি। ভাবছিলাম আত্মহত্যা করব। পরিবারের কথা ভেবে এবং বন্ধুদের পরামর্শে প্রেমের ব্যর্থতার শোক কাটাতে শতাধিক মানুষকে সাক্ষী রেখে মাথা ন্যাড়া করে সোনা-রুপা, গোলাপ ফুলের পাঁপড়ি ও ২০ লিটার দুধ দিয়ে গোসল করি।
হাসেম আল ওসামা আরো বলেন, আমি শপথও করেছি যে জীবনে আর কোনো দিন প্রেম করব না। বিয়েও করব না।
এ বিষয়ে তাড়াশ থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, আমি একটি প্রোগ্রামে আছি। সাংবাদিকদের মারফতে জানতে পারলাম যে প্রেমে ছ্যাকা খেয়ে হাসেম আল ওসামা নামে এক ছাত্র মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করার একটি ঘটনা ঘটেছে। তবে পরিবারের পক্ষ থেকে আমাদের এখনো কোনো কিছু জানানো হয়নি।
ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত (ইউপি) চেয়ারম্যান আকতার হোসেন বলেন, ছেলেটির সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যায়। রাগে-ক্ষোভে হাসেম আল ওসামা মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক
মামুন আল সাফাত
প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৯৮৪৪৬৯৬৯
Email: news@prokash.live
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৯৮৪৪৬৯৬৯
Email: ads@prokash.live
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ