ছবিঃ সংগৃহীত
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে তিনি সদ্য বিদায়ী ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।
তবে উপাচার্যকে ভরণ করতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ব্যান্ড পার্টির তালে নেচ-গেয়ে আনন্দ উদযাপন করেন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী। এমন দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে হাসপাতালের ভেতরে এমন কর্মকাণ্ডে সমালোচনা ঝড় বইছে।
বৃহস্পতিবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্লকের সামনে জড়ো হতে থাকেন কর্মকর্তা-কর্মচারীরা। দুপুরে উপাচার্য দায়িত্ব নেওয়ার কথা থাকলেও চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা অপেক্ষা করেন সকাল থেকেই। কেউ এসেছিলেন ফুলের মালা হাতে, কেউবা বাহারি ফুলের সমন্বয়ে সাজানো ফুলের তোড়া হাতে। তাদের সঙ্গে ছিল ব্যান্ড পার্টি। এ সময় অনেকেই নেচেছেন বাদ্যের তালে তালে।
দুপুরে বিশ্ববিদ্যালয়ে আসেন অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক। তখন কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান। প্রথমে তিনি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন।
এদিকে নতুন উপাচার্যকে বরণের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর হাসপাতাল প্রাঙ্গণে এমন ব্যান্ড পার্টির তালে নৃত্য পরিবেশন নিয়ে চলছে তুমুল সমালোচনা। কেউ কেউ লিখেছেন, ‘সেবা বাদ দিয়ে নতুন ভিসি বরণের নৃত্যে ব্যস্ত বিএসএমএমইউয়ের কর্মচারীরা! ভীষণ অবাক হলাম এই ভিডিও দেখে। হাসপাতালের বরণ তো একটু মানবিক হবে। সেবা বন্ধ করে কেন এমন নাচতে হবে?’
আবার কেউ কেউ ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘হৃতিক রোশান, শহীদ কাপুর ফেইল এই নাচের সামনে। তবে নাচ আসলেই ভালো হইসে। একদম মনের ‘হাউশ’ মিটিয়ে নাচা যাকে বলে।’
দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের উপস্থিতিতে চিকিৎসকদের উদ্দেশ্যে অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক বলেন, অর্পিত দায়িত্ব পালন করলেই আমি সবচেয়ে খুশি হবো। অন্য কিছু দিয়ে আমাকে খুশি করা যাবে না। কেউ দায়িত্ব পালন করতে না পারলে দায়িত্ব থেকে সরে যেতে হবে। যিনি চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পারবেন, তিনিই দায়িত্ব নেবেন।
তবে হাসপাতাল প্রাঙ্গণে কর্মকর্তা-কর্মচারীদের নেচে-গেয়ে উপচার্যকে বরণের বিষয়ে ডা. দীন মোহাম্মদ নূরুল হকের কাছ থেকে কিছু জানা যায়নি। এ বিষয়ে জানতে তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।
ভারপ্রাপ্ত সম্পাদক
মামুন আল সাফাত
প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৯৮৪৪৬৯৬৯
Email: news@prokash.live
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৯৮৪৪৬৯৬৯
Email: ads@prokash.live
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ