ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৫
Search bd News
ইসলাম ডেস্ক :
Publish : 12:03 PM, 23 February 2024.
Digital Solutions Ltd

মজার ছলে বাজি ধরা কি জায়েজ?

Publish : 12:03 PM, 23 February 2024.
মজার ছলে বাজি ধরা কি জায়েজ?

ছবি : সংগৃহীত

ইসলাম ডেস্ক :

ক্রিকেট বা অন্য কোনো খেলাকে কেন্দ্র করে বাজি ধরা এক ধরনের জুয়া যা থেকে একটি পক্ষ বিনা কারণে লাভবান হয়, অপরপক্ষের ক্ষতি হয়। এ কারণে মানুষের মধ্যে শত্রুতা, ঘৃণা-বিদ্বেষ সৃষ্টি হয়। অনেক ক্ষেত্রে মারামারি, খুন ইত্যাদি গুরুতর ঘটনাও ঘটে।

ইসলামে এ ধরনের বাজি ও জুয়া হারাম। কোরআনে মদ ও জুয়াকে নাপাক বস্তু এবং শয়তানের কাজ বলা হয়েছে। এগুলো থেকে দূরে থাকার নির্দেশ দিয়ে আল্লাহ বলেছেন, শয়তান মদ-জুয়ার মাধ্যমে মানুষের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে চায় এবং মানুষকে নামাজ ও আল্লাহ তায়ালার স্মরণ থেকেও বিমুখ রাখে। আল্লাহ বলেন,

یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِنَّمَا الۡخَمۡرُ وَ الۡمَیۡسِرُ وَ الۡاَنۡصَابُ وَ الۡاَزۡلَامُ رِجۡسٌ مِّنۡ عَمَلِ الشَّیۡطٰنِ فَاجۡتَنِبُوۡهُ لَعَلَّکُمۡ تُفۡلِحُوۡنَ اِنَّمَا یُرِیۡدُ الشَّیۡطٰنُ اَنۡ یُّوۡقِعَ بَیۡنَکُمُ الۡعَدَاوَۃَ وَ الۡبَغۡضَآءَ فِی الۡخَمۡرِ وَ الۡمَیۡسِرِ وَ یَصُدَّکُمۡ عَنۡ ذِکۡرِ اللّٰهِ وَ عَنِ الصَّلٰوۃِ ۚ فَهَلۡ اَنۡتُمۡ مُّنۡتَهُوۡنَ

হে মুমিনগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা-বেদী ও ভাগ্যনির্ধারক তীরসমূহ নাপাক, শয়তানের কর্ম। সুতরাং তোমরা তা পরিহার কর, যাতে তোমরা সফলকাম হও। শয়তান মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চার করতে চায়। আর চায় আল্লাহর স্মরণ ও নামাজ থেকে তোমাদের বাধা দিতে। অতএব, তোমরা কি বিরত হবে না? (সুরা মায়েদা: ৯০, ৯১)

আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত রাসুল (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ যদি বলে ‘লাত-উজ্জার শপথ’, সে যেন সঙ্গে সঙ্গে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলে। কেউ যদি অন্যকে প্রস্তাব দেয়, এসো আমরা জুয়া খেলি; সে যেন (জরিমানাস্বরুপ) দান-সদকা করে। (সহিহ বুখারি: ৪৮৬০, সহিহ মুসলিম: ১৬৪৭)

ইসলাম ছোট-বড় সব ধরনের জুয়া চিরতরে হারাম সাব্যস্ত করেছে। মজার ছলেও কোনো ধরনের জুয়ায় অংশগ্রহণ করার সুযোগ নেই।

ধর্ম বিভাগের অন্যান্য খবর

Search bd News

ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন

প্রকাশক
ইব্রাহিম খলিল

নিউজ
Email: news@prokash.live

বিজ্ঞাপণ
Email: ads@prokash.live

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম অধিপত্যবাদের নতুন দোসরের আবির্ভাব ঘটছে, কিন্তু সে চক্রান্ত আলোর মুখ দেখবে না : ডাঃ শহীদ হাসান শিরোনাম বাকেরগঞ্জে হাফিজি মাদ্রাসা বন্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন শিরোনাম টাকা ও খাবারের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণ, বৃদ্ধর বিরুদ্ধে দুই মামলা শিরোনাম সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে বৈদ্যুতিক খুঁটি থেকে তিনটি ট্রান্সমিটার চুরি শিরোনাম কোর্টের বারান্দায় দৌঁড়াতে দৌঁড়াতে নিঃস্ব হয়ে গেছি, ভূমিদস্যু আনোয়ারের বিরুদ্ধে মানববন্ধন শিরোনাম বিএনপি নেতা আলতাফ হোসেনের সভায় বিতর্কিত উপাধ্যক্ষ, ক্ষোভ শিক্ষার্থীদের