বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী ডাঃ শহীদ হাসান বলেছেন, অধিপত্যবাদের নতুন দোসরের আবির্ভাব ঘটছে, নতুন ও পুরাতন দোসরদের সমন্বয়ে চক্রান্ত আলোর মুখ দেখবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা শুধু বাংলাদেশের জনগণের মধ্যেই আলোড়ন সৃষ্টি করেনি, অন্যান্য দেশেরও দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে এমন একটা সমাজ গড়ে তুলবে যেখানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে শান্তিতে বসবাস করতে পারবে।
তিনি বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী উপজেলার চরামদ্দি, চরাদি ও দাঁড়িয়াল ইউনিয়নের বিভিন্ন বাজারে পথসভায় এসব কথা বলেন। গণসংযোগকালে রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং জনকল্যাণে বিএনপির ভবিষ্যৎ কর্মসূচী সম্বলিত লিফলেট বিতরণ করেন।
পথসভায় বক্তব্যে ডাঃ শহীদ হাসান আরও বলেন, আমি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে গড়া বিএনপির রাজনীতি করি। আমার নেতা জনাব তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনাকে সামনে রেখে কাজ করছি। দল যদি আমাকে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে মনোনয়ন দেয়, তবে আমি এ আসনের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করবো।গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপজেলা বিএনপি নেতা শওকত হোসেন হাওলাদার, বিএনপি নেতা মির্জা অহিদুল ইসলাম নয়ন, মোঃ সালাম খান, লোটাস সিকদার, জাসাস নেতা মোঃ জসিম উদ্দিন, মহিলা দল নেত্রী জান্নাতুল ফেরদৌস গোলাপ, যুবদল নেতা মির্জা কামাল হোসেন বেগ প্রমূখ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন
প্রকাশক
ইব্রাহিম খলিল
নিউজ
Email: news@prokash.live
বিজ্ঞাপণ
Email: ads@prokash.live
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ