বরিশালের বাকেরগঞ্জে দারুল উলুম একাডেমি নামে একটি হাফিজি মাদ্রাসা বন্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) বিকেল ৪ টায় দারুল উলুম একাডেমি অফিস কক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা জাকির হোসেন জাকারিয়া।
লিখিত বক্তব্যে তিনি বলেন, দীনি ইসলাম শিক্ষাকে এগিয়ে নিতে তিনি বিগত ২০২০ সালে বাকেরগঞ্জ পৌরসভার কালিগঞ্জ সড়কের পাশে "দারুল উলুম একাডেমী" নামে একটি হাফিজি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি সুনামের সহিত পাঠদান করে আসছে। মাদ্রাসাটির আবাসিক শাখায় বর্তমানে ৬০ জন শিক্ষার্থী পড়ালেখা করছে। মাদ্রাসার ছাত্রদের মনিটরিং করতে পাঠদান কক্ষ ও আবাসিক কক্ষসহ প্রতিটা রুমে সিসিটিভি রয়েছে।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সাম্প্রতিক সময় এলাকার একটি কুচক্রী মহল ইসলাম শিক্ষার পথ রুদ্ধ করতে তার প্রতিষ্ঠিত মাদ্রাসাটি বন্ধ করতে অপচেষ্টা চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় ওই কুচক্রি মহলটি অসত্য ও ভিত্তিহীন তথ্য দিয়ে সোশ্যাল মিডিয়ায় তার নামে অপপ্রপ্রচার চালাচ্ছে। ওই কুচক্রি মহলটি সোমবার মাদ্রাসার একজন শিক্ষার্থীর মায়ের বক্তব্য বিকৃত করে তাকে কুপ্রস্তাব দেয়ার উদ্দেশ্য প্রনোদিত একটি ভিডিও প্রকাশ করে এবং থানায় লিখিত অভিযোগ দেয়। তাকে জড়িয়ে ওই মহিলার মনগড়া বক্তব্যের সাথে বাস্তবের কোন মিল নেই।
সংবাদ সম্মেলনে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মাদ্রাসার কোন শিক্ষার্থীর মাকে তিনি কুপ্রস্তাব দেয়াতো দূরের কথা আজ পর্যন্ত কারো সাথে দুর্ব্যবহার করেননি। প্রকৃত সত্য তুলে ধরে এবং মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকতে তিনি সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের কাছে অনুরোধ জানান। ইসলাম শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিতে তিনি প্রশাসনের নিকট তার প্রতিষ্ঠিত দারুল উলুম একাডেমী পরিচালনার জন্য সুদৃষ্টি ও সহযোগীতার অনুরোধ জানান। সংবাদ সম্মেলনের অন্যান্যদের মধ্যে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন
প্রকাশক
ইব্রাহিম খলিল
নিউজ
Email: news@prokash.live
বিজ্ঞাপণ
Email: ads@prokash.live
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ