বরগুনার তালতলী উপজেলায় ২ কেজি গাঁজা ও ৯৫ পিস ইয়াবা বড়িসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোররাত ৪ টার দিকে উপজেলার মালিপাড়া স্লুইজঘাট সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- জেলার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া গ্রামের সাঈদ হাওলাদারের পুত্র আবু বক্কর (২৮), তালতলী উপজেলার তাঁতিপাড়া গ্রামের আফজাল মৃধার পুত্র রুবেল মৃধা (৩০) ও একই এলাকার ইউসুফ হাওলাদারের পুত্র সজল হাওলাদার (৩৫)।
পুলিশ জানায়, আমতলী-তালতলী আঞ্চলিক সড়ক দিয়ে উপজেলার ফকিরহাটের উদ্দেশ্যে একটি মাদকের বড় চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শহরের স্লুইজঘাট সংলগ্ন সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হয়। এ সময় সময় তারা হেঁটে চেকপোস্টে পৌঁছালে তাদের বহন করা ব্যাগ থেকে ২ কেজি গাঁজা ও ৯৫ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এরপর তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজালাল বলেন, ‘আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ‘তারা ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে তালতলী ও আশপাশের এলাকায় সরবরাহ করতেন।,
ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন
প্রকাশক
ইব্রাহিম খলিল
নিউজ
Email: news@prokash.live
বিজ্ঞাপণ
Email: ads@prokash.live
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ