ঢাকা, ২২ অক্টোবর, ২০২৫
Search bd News
নিজস্ব প্রতিবেদক :
Publish : 10:50 AM, 16 October 2025.
Digital Solutions Ltd

বরিশালে বর্ণাঢ্য আয়োজনে কালবেলা’র তৃতীয় বর্ষপূর্তি উদযাপন

Publish : 10:50 AM, 16 October 2025.
বরিশালে বর্ণাঢ্য আয়োজনে কালবেলা’র তৃতীয় বর্ষপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক :

বর্ণাঢ্য আয়োজনে বরিশালে উদযাপিত হয়েছে দেশের জনপ্রিয় শীর্ষ দৈনিক কালবেলা’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পত্রিকাটির বরিশাল অফিসের আয়োজনে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে স্মৃতিচারণ, আলোচনা সভা এবং কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক, সামাজিক, সামাজিক, সাংস্কৃতিক এবং গণমাধ্যম কর্মীদের মিলন মেলায় পরিণত হয় প্রেসক্লাব প্রাঙ্গণ।

অনুষ্ঠানের শুরুতে কালবেলা’র বরিশাল ব্যুরো প্রধান প্রয়াত আরিফিন তুষারের রুহের মাগফেরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা করা হয়। এরপর শুরু হয় আলোচনা সভা।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মেহেরুননেছা বেগম, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু এবং দৈনিক কালবেলার ব্যুরো প্রধান আরিফিন তুষারের বাবা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ভূঁইয়া প্রমুখ।

এসময় বক্তারা দৈনিক কালবেলার সাফল্য এবং কালবেলার বরিশাল ব্যুরো প্রধান মরহুম আরিফিন তুষারের স্মৃতিচারণ ও তার রুহের মাগফেরাত কামনা করা হয়।

বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন বলেন, ‘মরহুম আরিফিন তুষারের স্মৃতি বিজারিত কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আরিফিন তুষারকে গভীরভাবে স্মরণ করছি। আমরা কালবেলা পত্রিকার মাধ্যমে সমাজের অসংগতি জানতে পারি। আমরা রাজনীতিবিদরাও সংবাদপত্রের ওপর নির্ভরশীল। এদের মাধ্যমে আমরা সঠিক তথ্যটি জানতে পারি। অনেক সময় সঠিক তথ্যের অভাবে ভূল ম্যাসেজটি চলে যায়, এজন্য সবাই খেয়াল রাখবেন বলে আমি প্রত্যাশা করছি।

মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, কালবেলা সত্যের কথা বলে, দেশের কথা বলে। বিগত দিনের মতো আগামী দিনেও জনগণের ভোটাধিকার এর কথা বলবে ‘কালবেলা’ এই প্রত্যাশা করি। আমি কালবেলার উত্তোরোত্তর সাফল্য কামনা করছি।

বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু বলেন, বর্তমানে সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। এর মধ্যেও কালবেলা বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে। আমি কালবেলা পরিবারের সাফল্য কামনা করছি।

জ্যেষ্ঠ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ বলেন, সাংবাদিকরা দেশের কল্যাণে কাজ করে। আশা করছি আগামীতে কালবেলা তাদের বস্তনিষ্ঠতা অব্যাহত রাখবে। দেশ এবং গণতন্ত্রের কথা বলবে।

বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মেহেরুননেছা বেগম বলেন, ‘কালবেলা’ ব্যাতিক্রমী একটি সংবাদপত্র। অল্প দিনেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কালবেলা। আগামীতেও তারা তাদের এ ধারা অব্যাহত রাখবে বলে আমি প্রত্যাশা করছি।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ বলেন, কালবেলা মাল্টিমিডিয়া বিভাগ খুল অল্প সময়েই এগিয়ে গেছে। সেই সাথে অনলাইনেও তাদের সফলতা রয়েছে। এই দুটি প্লাটফর্মের ন্যায় কালবেলা পত্রিকাটিও আরও ভালো করবে বলে আমরা আশাবাদী।

বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী আল মামুনের সঞ্চালনায় এবং কালবেলার বরিশাল প্রতিনিধি খান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- কালবেলার বরিশাল ব্যুরোর মাতা রজিনা হোসেন, সহধর্মিণী সানজিদা আক্তার, বরিশাল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এমএম আমজাদ হোসাইন, বর্তমান সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, সহ-সভাপতি হুমায়ুন কবির, সহ-সাধারণ সম্পাদক এম মোফাজ্জেল, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হিরা, বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাওসার হোসেন, সিনিয়র সাংবাদিক সাইফুর রহমান মিরন, কমল সেশনগুপ্ত, গোপাল সরকার, কাওসার হোসেন রানা, সুমন চৌধুরী, খান রফিক, আজকের বার্তার সম্পাদক কাজী রাব্বি, সিনিয়র সাংবাদিক জিয়াউদ্দিন বাবু, শাহিন হাসান, শাহিন সুমন, রিপন হাওলাদার প্রমুখ।

আলোচনা সভা শেষে কেক কেটে কালবেলা’র তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করেন অতিথিবৃন্দ। এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আইনজীবী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন কালবেলার বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি উত্তম কুমার দাস, মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. ইউসফ আলী সৈকত, গৌরনদী প্রতিনিধি মো. হাসান মাহমুদ, আগৈলঝাড়া প্রতিনিধি বরুণ কুমার বাড়ৈ, বানারীপাড়া প্রতিনিধি মো. সুজন মোল্লা, হিজলা উপজেলা প্রতিনিধি গাজী মো. ইমরান হোসাইন ও মুলাদী প্রতিনিধি মো. রফিকুল ইসলাম রবিন।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন

প্রকাশক
ইব্রাহিম খলিল

নিউজ
Email: news@prokash.live

বিজ্ঞাপণ
Email: ads@prokash.live

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম কোর্টের বারান্দায় দৌঁড়াতে দৌঁড়াতে নিঃস্ব হয়ে গেছি, ভূমিদস্যু আনোয়ারের বিরুদ্ধে মানববন্ধন শিরোনাম বিএনপি নেতা আলতাফ হোসেনের সভায় বিতর্কিত উপাধ্যক্ষ, ক্ষোভ শিক্ষার্থীদের শিরোনাম বাকেরগঞ্জে জেলেদের কাছে অসহায় প্রশাসন, আত্মরক্ষায় পুলিশের গুলি শিরোনাম কর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করতে হবে: নাসির জোমাদ্দার শিরোনাম 'জীবিত অবস্থায় ইসলামের শিক্ষা নিন, কবরে গিয়ে ঘুমাতে পারবেন' শিরোনাম বাকেরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ