ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৫
Search bd News
নিজস্ব প্রতিবেদক :
Publish : 10:33 AM, 23 February 2024.
Digital Solutions Ltd

বিশেষ ব্যবস্থায় ৪ দিন সরাসরি পাসপোর্ট পাবেন মালয়েশিয়া প্রবাসীরা

Publish : 10:33 AM, 23 February 2024.
বিশেষ ব্যবস্থায় ৪ দিন সরাসরি পাসপোর্ট পাবেন মালয়েশিয়া প্রবাসীরা

বিশেষ ব্যবস্থায় ৪ দিন সরাসরি পাসপোর্ট পাবেন মালয়েশিয়া প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক :

চারদিনের বিশেষ ব্যবস্থাপনায় হাইকমিশন থেকে সরাসরি পাসপোর্ট নিতে পারবেন মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা। অনলাইন অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে সরাসরি পাসপোর্ট গ্রহণের বিশেষ এ সেবার তারিখ, সময় ও স্থান উল্লেখ করে হাইকমিশনের সংশ্লিষ্ট বিভাগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সেলর মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, পোস্ট অফিসের পাশাপাশি বিশেষ ব্যবস্থাপনায় আগামী ২, ৩, ২৩ ও ২৪ মার্চ হাইকমিশনের পাসপোর্ট সার্ভিস সেন্টার (৩০ জালান আমপাং ৫০২৫০ কুয়ালালামপুর) থেকে স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে সরাসরি পাসপোর্ট দেওয়া হবে।

এক্ষেত্রে ২ ও ৩ মার্চ সরাসরি পাসপোর্ট পেতে ২৭ ফেব্রুয়ারি এবং ২৩ ও ২৪ মার্চ পাসপোর্ট পেতে ১৯মার্চের মধ্যে নির্ধারিত স্থান থেকে পাসপোর্ট সংগ্রহের জন্য appointment.bdhckl.gov.bd লিংকে গিয়ে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এছাড়া ডাকযোগে এসব পাসপোর্ট সংগ্রহ করতে হলে প্রথমে appointment.bdhckl.gov.bd লিংকে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন করতে হবে।

অ্যাপয়েন্টমেন্ট ছাড়া পাসপোর্ট বিতরণ করা হবে না। নির্ধারিত তারিখের আগেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। পাসপোর্ট ডেলিভারির জন্য বিদ্যমান পোস্ট অফিসের সার্ভিসও একই সঙ্গে চালু থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মালয়েশিয়ায় অনথিভুক্ত অভিবাসী কর্মীদের আরটিকে ২.০ প্রোগ্রামের রেজিস্ট্রেশন শেষ হয়েছে। তবে এর বৈধকরণ প্রক্রিয়া চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। ৩০ জুনের মধ্যে আরটিকে ২.০ প্রোগ্রামের মাধ্যমে ভিসা দেবে মালয়েশিয়া কর্তৃপক্ষ।

প্রবাসী বাংলাদেশিদের জন্যও বৈধ হওয়ার সুযোগকে কাজে লাগাতে সরাসরি পাসপোর্ট বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

যেসব পাসপোর্ট আবেদনকারীর তথ্য অনলাইনে থাকবে শুধুমাত্র তারাই সরাসরি উপস্থিত হয়ে হাতে হাতে পাসপোর্ট নিতে পারবেন। তবে একই সঙ্গে দুই প্রকার সার্ভিসে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা থেকে বিরত থাকতে হাইকমিশন থেকে প্রবাসীদের সতর্ক করা হয়েছে।

আজ শুক্রবার পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সেলর মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিন জানান, হাইকমিশনারের দিকনির্দেশনায় পাসপোর্ট সেবা সহজ করার লক্ষ্যে দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত বছরের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ হাইকমিশন থেকে প্রবাসীদের মধ্যে মোট ২ লাখ ৬০ হাজার ৪২টি পাসপোর্ট ইস্যু করা হয়েছে। এর মধ্যে মালয়েশিয়া ডাক বিভাগের মাধ্যমে এক লাখ ৬৬ হাজার ৮০৭টি এবং সরাসরি ৯৩ হাজার ২১৫টি পাসপোর্ট বিতরণ করা হয়েছে।

প্রবাস বিভাগের অন্যান্য খবর

Search bd News

ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন

প্রকাশক
ইব্রাহিম খলিল

নিউজ
Email: news@prokash.live

বিজ্ঞাপণ
Email: ads@prokash.live

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম অধিপত্যবাদের নতুন দোসরের আবির্ভাব ঘটছে, কিন্তু সে চক্রান্ত আলোর মুখ দেখবে না : ডাঃ শহীদ হাসান শিরোনাম বাকেরগঞ্জে হাফিজি মাদ্রাসা বন্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন শিরোনাম টাকা ও খাবারের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণ, বৃদ্ধর বিরুদ্ধে দুই মামলা শিরোনাম সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে বৈদ্যুতিক খুঁটি থেকে তিনটি ট্রান্সমিটার চুরি শিরোনাম কোর্টের বারান্দায় দৌঁড়াতে দৌঁড়াতে নিঃস্ব হয়ে গেছি, ভূমিদস্যু আনোয়ারের বিরুদ্ধে মানববন্ধন শিরোনাম বিএনপি নেতা আলতাফ হোসেনের সভায় বিতর্কিত উপাধ্যক্ষ, ক্ষোভ শিক্ষার্থীদের