রায়হান রাফীর পরিচালনায় এবার ‘তুফান’ সিনেমা নিয়ে হাজির হচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। সিনেমাটি প্রযোজনা করছে আলফা আই, চরকি এবং পশ্চিমবঙ্গের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ।
সোমবার (১১ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে সংশ্লিষ্টরা জানান, শাকিব খানের মত বড় তারকা নিয়ে বড় ক্যানভাসেই সিনেমাটি বানাবেন তারা। সিনেমাটি বৈশ্বিক বাজারে বড় ব্যবসা করবে বলে প্রত্যাশা তাদের।
শাকিব খান বলেন, দুই দেশের বড় তিন প্রযোজনা সংস্থা মিলে এই সিনেমার পিছনে লগ্নী করছে। আমরা কিন্তু একটা স্বপ্ন নিয়েই এই যৌথভাবে আগাচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশের সিনেমা বিশ্ববাজারে আরও বড় কিছু ঘটানোর।
সিনেমা প্রসঙ্গে রাফী বলেন, সুড়ঙ্গ সিনেমার পর আমার অনেক বড় স্বপ্ন ছিলো বড় আয়োজনে সিনেমা বানানোর। সেটা এবার পূরণ হতে যাচ্ছে। দেশের বড় সুপারস্টারের সাথে কাজ করছি। এটা আমার অনেক বড় পাওয়া।
ভারপ্রাপ্ত সম্পাদক
মামুন আল সাফাত
প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৯৮৪৪৬৯৬৯
Email: news@prokash.live
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৯৮৪৪৬৯৬৯
Email: ads@prokash.live
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ