ঢাকা, ২২ অক্টোবর, ২০২৫
Search bd News
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
Publish : 01:46 PM, 12 October 2025.
Digital Solutions Ltd

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার তদ্বিরে পৌর বিএনপি'র নেতা বিপ্লবকে পদ থেকে অব্যাহতি

Publish : 01:46 PM, 12 October 2025.
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার তদ্বিরে পৌর বিএনপি'র নেতা বিপ্লবকে পদ থেকে অব্যাহতি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :

বরিশালের বাকেরগঞ্জে এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতার তদ্বিরে পৌর বিএনপির ৪নং ওয়ার্ড সভাপতি জামাল হোসেন বিপ্লবকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়ার অভিযোগ উঠেছে।

শনিবার রাতে পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদার ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৪নং ওয়ার্ড সভাপতি জামাল হোসেন বিপ্লবকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

বিএনপি নেতা বিপ্লবের অব্যাহতি পত্র সোশ্যাল মিডিয়া প্রকাশ হলে পৌরসভা বিএনপি নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা তৈরি হয়। তাদের এ ক্ষোভ যে কোন মুহূর্তে বিক্ষোভে রুপ নিতে পারে। 

সুত্রে জানায়, বাকেরগঞ্জ পৌরসভার সদ্য অব্যাহতিপ্রাপ্ত ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল হোসেন বিপ্লব দলের একজন নিবেদিত প্রাণ। তিনি বিগত ১৬-১৭ বছর যাবত ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে একাধিক মামলার শিকার হয়ে কারাবরণ করেন। এমনকি তার ছোট কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত জুঁথি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ফ্যাসিস্ট আওয়ামী বিরোধী এক দফার আন্দোলনে বাকেরগঞ্জ উপজেলায় ব্যাপক ভূমিকা রেখেছেন। বিএনপির রাজনীতি করতে গিয়ে তিনি আর্থিক ক্ষতিসহ নানারকম হয়রানির শিকার হয়েছেন। এ রকম একজন ত্যাগী ও পরীক্ষিত নেতাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে অব্যাহতি দেয়া নিয়ে নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়ারসহ নেতিবাচক মন্তব্য করেছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক পৌর বিএনপির এক নেতা জানান, গত কয়েকদিন ধরে পৌরসভার ৪নং ওয়ার্ডের নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি শোভন তার নিজস্ব ফেসবুক আইডিতে বিএনপির বিরুদ্ধে বিষোদগার কথা লিখে পোস্ট করেন। এ লেখার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল হোসেন বিপ্লব তার নিজস্ব ফেসবুক আইডিতে প্রতিবাদ করেন। পরবর্তীতে পৌর বিএনপির একটি চক্রের সহযোগিতায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শোভন সাবেক এমপি আবুল হোসেন খানের বাসভবনে গিয়ে বিপ্লবের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। নিষিদ্ধ ছাত্রলীগ নেতার তদবিরের কয়েক দিনের মাথায় শনিবার তাকে ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতির পদ থেকে অব্যাহতি দেয়া হয়। 

জামাল হোসেন বিপ্লবের অব্যাহতি দেয়ার প্রেস বিজ্ঞপ্তিটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেলে পৌরসভার ৪ নং ওয়ার্ড নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি শোভন উল্লাস প্রকাশ করে লেখেন, "স্বাধীনতার স্বপক্ষের শক্তি বিএনপি থেকে জামাল হোসেন বিপ্লবকে অব্যাহতি দেয়ায় ধন্যবাদ সাবেক এমপি আবুল হোসেন কাকাকে।" 

জামাল হোসেন বিপ্লবের অব্যাহতির বিষয় বাকেরগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন মনির তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে "ছাত্রলীগ নেতার সাথে অশোভন আচরণ করার জন্য কারাবরণকারী ত্যাগী নেতা বিপ্লব ভাই বহিষ্কার" শিরোনামে একটি লেখা পোস্ট করেন। ছাত্রদল নেতা শওকত খান তার নিজস্ব ফেসবুক আইডিতে পোস্ট করেছেন "

পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন অভিযোগ করে বলেন, উপজেলা ও পৌর বিএনপির কমিটিতে পদ পেয়েছেন একাধিক আওয়ামী নেতা, অথচ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার অভিযোগ ও তদবিরের কারণে জুলুমের শিকার কারাবরণকারী ত্যাগী নেতা ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল হোসেন বিপ্লবকে দল থেকে অব্যাহতি! বিষয়টি খুবই দুঃখজনক।

পৌরসভার ওয়ার্ড বিএনপির সভাপতির পদ থেকে অব্যাহতি দেয়ার বিষয়ে জামাল হোসেন বিপ্লব বলেন, কী কারনে তাকে অব্যাহতি দেয়া আছে তিনি জানেন না। তিনি বিগত ১৬-১৭ বছর যাবত ফ্যাসিস্ট আওয়ামী বিরোধী আন্দোলন সংগ্রামীকে ভূমিকা রেখেছেন এবং একাধিকবার জেল খেটেছেন। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই।দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল বলেই তিনি পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন। 

পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার জানান, সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিপ্লবকে ওয়ার্ড বিএনপির সভাপতির পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সুপারিশেই কি  বিপ্লবকে ওয়ার্ড বিএনপির সভাপতির পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে এ বিষয় প্রশ্ন করলে তিনি কোন সদুত্তর না দিয়ে নিশ্চুপ থাকেন। 

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন

প্রকাশক
ইব্রাহিম খলিল

নিউজ
Email: news@prokash.live

বিজ্ঞাপণ
Email: ads@prokash.live

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম কোর্টের বারান্দায় দৌঁড়াতে দৌঁড়াতে নিঃস্ব হয়ে গেছি, ভূমিদস্যু আনোয়ারের বিরুদ্ধে মানববন্ধন শিরোনাম বিএনপি নেতা আলতাফ হোসেনের সভায় বিতর্কিত উপাধ্যক্ষ, ক্ষোভ শিক্ষার্থীদের শিরোনাম বাকেরগঞ্জে জেলেদের কাছে অসহায় প্রশাসন, আত্মরক্ষায় পুলিশের গুলি শিরোনাম কর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করতে হবে: নাসির জোমাদ্দার শিরোনাম 'জীবিত অবস্থায় ইসলামের শিক্ষা নিন, কবরে গিয়ে ঘুমাতে পারবেন' শিরোনাম বাকেরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ