বরিশালের বাকেরগঞ্জে সৎ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে মসজিদ ভিত্তিক শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক ধানমন্ডি সোবাহান বাগ জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ওয়ালি উল্লাহ বলেছেন,জীবিত অবস্থায় ইসলামের শিক্ষা নিন, কবরে গিয়ে ঘুমাতে পারবেন শান্তিতে।
শনিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় এফসিএ মাহমুদ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে বাকেরগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলার বিভিন্ন মসজিদের সহস্রাধিক ইমামের উপস্থিতিতে আলোচনা সভা ইমাম সম্মেলনে রুপ নেয়।
মুফতি ওয়ালি উল্লাহ তার বক্তব্যে আরো বলেন,খারাপ কাজ থেকে সমাজকে সুপথে আনতে হলে ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী সঠিক পথে চলার জন্য আহ্বান করতে হবে। এবং এ ক্ষেত্রে ইমামদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে। একমাত্র ইমামরাই পারে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে। কারন পাঁচ ওয়াক্ত নামাজে অন্তত পক্ষে সমাজের বেশ কিছু মানুষের সাথে ইমামের দেখা হয়।ইমামসাহেবগন যদি তাদের দায়িত্বতাকে সমাজ বিনির্মানে কাজে লাগায়,তবে খুব বেশী সময় লাগবে না সমাজ উন্নয়নে।তিনি বলেন, আলেমদের মধ্যে আমরা বিষেদাগার না করে ইসলামের দিকে লক্ষ্য রেখে নিজেদের মধ্যে সচেতনা বৃদ্ধি করে একমাত্র রাসুলের প্রতি আনুগত্য রেখে সমাজ বিনির্মানে অবদান রাখি। আল আকসা আমাদের।মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস হলো জেরুসালেমের পুরনো শহরে অবস্থিত ইসলামের ৩য় পবিত্রতম মসজিদ। স্থাপনাসহ পুরো স্থানটিকে হারাম আল শরীফ বলা হয়।ইসলামের বর্ণনা অনুযায়ী মুহাম্মদ (সা.) মিরাজের রাতে মসজিদুল হারাম থেকে থেকে আল-আকসা মসজিদে এসেছিলেন এবং এখান থেকে তিনি উর্ধাকাশের দিকে যাত্রা করেন। সুতরাং আমাদের যে কোন মূল্যে ইমামের সহিত মসজিুল আল আকসাসহ সকল মসজিদের সন্মান টিকিয়ে রাখতে হবে।
এফসিএ মাহমুদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন ধানমন্ডি সোবাহান বাগ জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ওয়ালি উল্লাহ, বিশেষ আলোচক ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুফতি মুহিব্বুল্লাহিল বাকি।
ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন
প্রকাশক
ইব্রাহিম খলিল
নিউজ
Email: news@prokash.live
বিজ্ঞাপণ
Email: ads@prokash.live
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ