বরিশালের বাকেরগঞ্জে পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির হাওলাদারের নির্মানাধীন বসতঘরে ফ্যাসিস্ট পৌর আওয়ামী লীগ সভাপতি মশিউর রহমান জোমাদ্দার হামলা ও ভাঙচুর করেছে।
রবিবার (১২ অক্টোবর) সকাল ১১ টায় হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রশাসনের নিকট বিচারের দাবি জানিয়ে তিনি সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেছেন পৌর শ্রমিক দল সাধারণ সম্পাদক নাসির হাওলাদার। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত ২০২২ সালে তিনি মোস্তফা কামালের কাছ থেকে জেএল ৪৩ নং রঙ্গশ্রী মৌজার ১৮৫ ও ১৮৫ নং খতিয়ানে ২৫৪, ২৫৫, ২৫৬, ২৫৭, ২৫৮, ২৬০, ২৬১, ২৬২, ২৬৩, ২৬৪, ২৬৫ ও ২৬৬ নং দাগে ৪ শতাংশ জমি ক্রয় করে গাছপালা রোপন করে ভোগদখল করছেন। ওই একই খতিয়ানে ২০২২ সালে মুন্নি আক্তার ও লিপি আক্তার ৩.৫০ শতাংশ জমি বসির উদ্দিন সিকদারের নিকট থেকে সাবকবলা দলিল মূলে ক্রয় করে ভোগদখলে রয়েছেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, গত ৯ অক্টোবর বৃহস্পতিবার তিনি ও মুন্নি আক্তার তাদের রেকর্ডিংয়ে জমিতে দুটি বসতঘর উত্তোলন করেন। এ ঘটনায় ফ্যাসিস্ট পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মশিউর রহমান জোমাদ্দার ও তার ভাই দোসর পৌর জাতীয় পার্টির সভাপতি মাহফুজুর রহমান স্থানীয় বিএনপির এক নেতার সহায়তায় ভাড়াটে মাস্তান ও ধারালো অস্ত্র নিয়ে পুলিশের সামনেই তাদের নির্মানাধীন বসতঘরে হামলা ও ভাঙচুর করে। ওই সময় থানার এস আই সোহেল হামলাকারীদের নিভৃত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির হাওলাদার বলেন, বিগত ১৫-১৬ বছর যাবত তিনিসহ এলাকার অনেক মানুষ ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভয়ে তাদের ক্রয়কৃত সম্পত্তি দখল করতে পারেনি। সাম্প্রতিক সময় তিনি ও মুন্নি আক্তাররা তাদের রেকর্ডীয় জমিতে ঘর তুলতে গেলে হামলার শিকার হন। এমনকি আওয়ামীলীগ নেতা মশিউর ও তার দোসরা তাকে জড়িয়ে অপপ্রচার চালায়। এসব ঘটনায় তিনি প্রশাসনের সহায়তা ও সহযোগিতা কামনা করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন
প্রকাশক
ইব্রাহিম খলিল
নিউজ
Email: news@prokash.live
বিজ্ঞাপণ
Email: ads@prokash.live
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ