"সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে র্যালি, আলোচনা সভা, গাছের চাড়া বিতরণ, সিপিআর, রেসকিউ প্রদর্শনী, ফায়ার ডিল মহড়া ও দুর্যোগ মোকাবিলায় মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এবং সিআইপিআরবি ও ওয়েব ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলা পরিষদের সামনে থেকে র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদার।
সিআইপিআরবির আঞ্চলিক সমন্বয়কারী মোঃ মোতাহার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, ফায়ার সার্ভিসের দলনেতা মোঃ আরিফুর রহমান, ওয়েব ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন
প্রকাশক
ইব্রাহিম খলিল
নিউজ
Email: news@prokash.live
বিজ্ঞাপণ
Email: ads@prokash.live
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ