নওগাঁ-২ আসনে ভোট ১২ ফেব্রুয়ারি
স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুতে স্থগিত হওয়া নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। সোমবার (৮ জানুয়ারি) নির্বাচন কমিশন এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
ঘোষিত তফসিল অনুসারে, রিটার্নিং কর্মকর্তাদের কাছে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ জানুয়ারি এবং মনোনয়নপত্র বাছাই ১৮ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করা যাবে ১৯ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ ২৬ জানুয়ারি।
ইসি জানিয়েছে, আগের তফসিল অনুসারে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে যারা তালিকভুক্ত হয়েছেন তাদের নতুন করে মনোনয়নপত্র জমা ও জামানতের টাকা দিতে হবে না।
শুক্রবার (৫ জানুয়ারি) নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক (ঈগল মার্কা) হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান। এরপর ওই আসনের ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)।
ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন
প্রকাশক
ইব্রাহিম খলিল
নিউজ
Email: news@prokash.live
বিজ্ঞাপণ
Email: ads@prokash.live
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ