ঢাকা, ২২ জানুয়ারি, ২০২৫
Search bd News
হবিগঞ্জ, প্রতিনিধি :
Publish : 10:05 AM, 04 December 2024.
Digital Solutions Ltd

নবীগঞ্জে জয় পেলেন যারা

Publish : 10:05 AM, 04 December 2024.
নবীগঞ্জে জয় পেলেন যারা

ছবিঃ সবারকথা

হবিগঞ্জ, প্রতিনিধি :

হবিগঞ্জের নবীগঞ্জে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহনের মধ্যে দিয়ে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।  গতকাল মঙ্গলবার (২১মে) নবীগঞ্জ উপজেলা সভাকক্ষে সন্ধ্যা ৬ঘটিকা হতে শুরু করে রাত ১২ ঘটিকায় পযন্ত ভোট গননা শেষ হয়েছে।

নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে নতুন  চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন মুজিবুর রহমান চৌধুরী সেফু,ভাইস চেয়ারম্যান সাইফুল জাহান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান সইফা আক্তার কাকলি বিপুল ভোটে পেয়ে নির্বাচিত হয়েছেন।

পুরো উপজেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দ্ধারাতে নিরাপত্তার চাদরে ডাকা ছিলো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে বিভিন্ন ইউনিটের গোয়েন্দা সংস্থার সদস্যগনসহ পুলিশ,বিজিবি,র‌্যাব ও আনসার ব্যাটালিয়নের সদস্যগন কেন্দ্র গুলোতে দায়িত্ব পালন ছাড়াও সার্বক্ষনিক তাদের টহলের মাধ্যমে নজরদারিতে রেখেছেন। এছাড়াও নির্বাহী ম্যাজিস্টেটের নেতৃত্বে সার্বক্ষনিক নজরদারীর মধ্যে দিয়ে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া ঐ সুন্দর ও সুষ্ঠ পরিবেশের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনটি।

২১মে বুধবার সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা সহ ১১৬টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন সুন্দর ভাবে হয়েছে।

নবীগঞ্জ উপজেলা ৬ষ্ট পরিষদ নির্বাচনে ২টি পদে মোট ১৯জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৮ জন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৯জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী নির্বাচন করেছেন।

উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ফজলুর রহমান চৌধুরী সেলিম (ঘোড়া) প্রতীক নিয়ে ২১হাজার ৭৫১ ভোট পেয়ে পেইল করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মুজিবুর রহমান চৌধুরী সেফু (চিংড়ি) প্রতীক নিয়ে ২৫ হাজার ১৫৯ ভোট বেশি  পেয়ে পাস করেছেন।

এড. সুলতান মাহমুদ (মোটরসাইকেল) প্রতীক নিয়ে ২০ হাজার ৫৬৩ ভোট, ইমদাদুল রহমান মুকুল (হেলিকপ্টার) প্রতীক নিয়ে ১৬ হাজার ৭৮৩ ভোট, নূর উদ্দিন চৌধুরী বুলবুল (দোয়াত-কলম) প্রতীক নিয়ে ১৭ হাজার ৯৪২ ভোট, বোরহান উদ্দিন চৌধুরী (আনারস) প্রতীক নিয়ে ৩ হাজার ৩৭৬ ভোট, মো: আবুল খয়ের (কৈ মাছ) প্রতীক নিয়ে ১হাজার ৯৫০ভোট,শেখ মোস্তফা কামাল (কাপ পিরিচ) প্রতীক নিয়ে  ১হাজার ৯০৫ ভোট পেয়েছেন। 

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান এড.গতি গোবিন্দ দাস (মাইক)প্রতীক নিয়ে ১৮হাজার ৩৮ ভোট পেয়ে 

পেইল করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাইফুল জাহান চৌধুরী (তালা) মার্কা নিয়ে ৩৯ হাজার ৭৬০ভোট বেশি পেয়ে পাস করেছেন।

মুফতি সিদ্দিকুর রহমান চৌধুরী (বই)প্রতীক নিয়ে ১৮হাজার ৩৮ভোট, সালমান চৌধুরী (বাল্প) প্রতীক নিয়ে ৯ হাজার ৩৮১ভোট, অনর উদ্দিন জাহির (উড়োজাহাজ) প্রতীক নিয়ে ৭ হাজার ৪৬ভোট, রুবেল তালুকদার (টিউবওয়েল)প্রতীক নিয়ে ৬ হাজার ৯৪০ভোট, ডা.আব্দুল আলী ইয়াছিনী (টিয়া পাখি) প্রতীক নিয়ে ৬ হাজার ৬০৯ভোট, মো: মুরাদ আহমেদ (চশমা) প্রতীক নিয়ে ১হাজার ৮৮৩ভোট, মো: হেলাল চৌধুরী (আইসক্রিম) প্রতীক নিয়ে ১২৬১ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম হাঁস মার্কা নিয়ে ২৩হাজার ৫৪৪ ভোট পেয়ে পেইল করছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বি মহিলা ভাইস চেয়ারম্যান পদে সইফা রহমান কাকলি (ফটবল) ৮৬হাজার ৯১৫ভোট বেশি পেয়ে পাস করেছেন।

নবীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২লক্ষ ৮২হাজার ৭শত ১৪ জন। উপজেলায় ভোটার সংখ্যা থাকলেও ভোট কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি ছিলো কম।

এদিকে দায়িত্বে থাকা উপজেলা নির্বাচনের রির্টানিং কর্মকর্তা অনুপম দাস অনুপ জানান, একটি কেন্দ্র (১১৬) সুন্দর ভাবে ভোট গ্রহন শেষ হয়েছে। 

তিনি আরও বলেন, নির্বাচনের আচরণবিধি প্রতিপালনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগন দিনরাত মাঠে কাজ করে সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে সুষ্ঠভাবে নির্বাচনটি উপহার দিতে পেরেছি। আশাকরি সুন্দর ও সুষ্ঠ পরিবেশের মধ্যে দিয়ে শান্তিপূর্ণ ভাবে নির্বাচনটি উপহার দিতে পেরেছি।

নির্বাচন বিভাগের অন্যান্য খবর

Search bd News

ভারপ্রাপ্ত সম্পাদক
মামুন আল সাফাত

প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৯৮৪৪৬৯৬৯
Email: news@prokash.live

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৯৮৪৪৬৯৬৯
Email: ads@prokash.live

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ধর্মীয় নেতাদের সঙ্গে আজ সংলাপে বসবেন প্রধান উপদেষ্টা শিরোনাম বঙ্গবাজারে বহুতল ভবন নির্মাণের পেছনে নাশকতার অভিযোগ শিরোনাম শুল্ক ছাড়েও ভোজ্য তেলের বাজারে সংকট, দাম বৃদ্ধি ও শর্তযুক্ত বিক্রিতে ভোক্তাদের ভোগান্তি শিরোনাম শীতের শুরুতেই গোড়ালির ফাটলরোধে ঘরোয়া উপায় শিরোনাম ল্যাব থেকেই সৃষ্টি হয়েছিলো কোভিড-১৯ শিরোনাম খাদ্য মূল্যস্ফীতি ১৩.৮০ শতাংশে, নাগালের বাইরে নিত্যপণ্যের দাম