ঢাকা, ২২ জানুয়ারি, ২০২৫
Search bd News
লাইফস্টাইল ডেস্ক :
Publish : 10:11 PM, 17 February 2024.
Digital Solutions Ltd

শরীরে ক্যানসার বাসা বেঁধেছে কি না বুঝে নিন দাঁত দেখে

Publish : 10:11 PM, 17 February 2024.
শরীরে ক্যানসার বাসা বেঁধেছে কি না বুঝে নিন দাঁত দেখে

ছবি-মুখ বা গলার ক্যানসারের ক্ষেত্রে দাঁতে বেশ কিছু সমস্যা দেখা দেয়

লাইফস্টাইল ডেস্ক :

ক্যানসারের নাম শুনতেই সবাই ভয়ে কেঁপে ওঠেন। এই নিঃশব্দ ঘাতক কখন শরীরে থাবা বসাবে তা বোঝা মুশকিল। জীবনযাত্রায় অনিয়ম, হরেক রকমের নেশার কারণেই মূলত ক্যানসারের পথ প্রশস্ত হয়। বিশেষজ্ঞদের মতে, মুখ বা গলার ক্যানসারের পিছনে মূল খলনায়ক হলো বিভিন্ন ধরনের নেশাজাতীয় উপাদান।

এদিকে শরীরে এই রোগের উপস্থিতি কিছু লক্ষণ দেখে বুঝে ফেলা সম্ভব। তাই সেসব লক্ষণ সম্পর্কে জেনে নিয়ে সতর্ক থাকুন। মুখ বা গলার ক্যানসারের ক্ষেত্রে দাঁতে বেশ কিছু সমস্যা দেখা দেয়। জেনে নিন কী কী-

দাঁতে পড়বে ছাপ

মুখের ক্যানসারে দাঁতে আসে বড় বদল। দাঁতে তীব্র ব্যথা, বয়স হওয়ার আগেই দাঁত নড়ে যাওয়ার মতো সমস্যা পিছু নিতে পারে। এমনকি চোয়ালে অস্বাভাবিক পরিবর্তন আসতে পারে।

শুধু নেশার কারণেই নয়, ভাঙা দাঁতের ক্ষয় থেকেও এমন ক্যানসার হতে পারে বলে সাবধান করছেন বিশেষজ্ঞরা। ক্ষয়ে যাওয়া দাঁতের কারণে অনেক সময় গালে ক্ষতর সৃষ্টি হয়। সময়ে তার শুশ্রুষা না করা হলে ওই ক্ষত ক্যানসারের রূপ নিতেই পারে। তাই সাবধান থাকুন

কণ্ঠস্বরে বদল

আচমকা যদি কথা বলতে বলতে গলা ভেঙে যায় বা গলার স্বর বদলে যেতে থাকে তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। দীর্ঘ সময় ধরে গলা ধরে থাকা বা নাক বন্ধ থাকাও ভালো লক্ষণ নয়। কারণ ন্যাসোফারানগিল, ল্যারায়ানগিল বা ভোকাল কডে ক্যানসার বাসা বাঁধলে এমন উপসর্গই মাথা চাড়া দিয়ে ওঠে।

খাবার গিলতে কষ্ট হওয়া

শক্ত খাবার হোক বা তরল, গেলার সময় যদি কোনো কারণে ব্যথা লাগে, তাহলে সতর্ক হন। খেয়াল রাখুন, প্রতিবার খাবার খাওয়ার সময় একই সমস্যা হচ্ছে কি না। এটা গলার বা এসোফাগিয়েল ক্যানসারের উপসর্গ হলেও হতে পারে।

মুখে দুর্গন্ধ

দিনে দুবার দাঁত মাজা ও ওরাল হাইজিনের খেয়াল রাখার পরেও যদি পিছু না ছাড়ে মুখের দুর্গন্ধ, তাহলে এখনই সাবধান হন। কারণ এই দুর্গন্ধের পেছনে কলকাঠি নাড়তে পারে ক্যানসার। তাছাড়া বারবার মাউথ আলসার হলেও সতর্ক হন। তাও হতে পারে মাউথ ক্যানসারের উপসর্গ।

শক্ত কিছু অনুভব করা

গলা, মুখের ভিতর বা ঘাড়ে কোনও শক্ত ডেলা মতো ঠেকলে এড়িয়ে না গিয়ে সতর্ক হন। মনে রাখবেন, এটি ক্যানসার সেলের আঁতুড়ঘর হলেও হতে পারে।

চোয়াল নাড়াতে সমস্যা

হাড়, মাংসপেশী কিংবা ঘাড়ের নার্ভে এই রোগ থাবা বসালে অনেক সময় আচমকা আটকে যেতে পারে চোয়াল। তাই ছোটখাটো অসুবিধা বলে এই উপসর্গগুলো এড়িয়ে যাবেন না।

লাইফ স্টাইল বিভাগের অন্যান্য খবর

Search bd News

ভারপ্রাপ্ত সম্পাদক
মামুন আল সাফাত

প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৯৮৪৪৬৯৬৯
Email: news@prokash.live

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৯৮৪৪৬৯৬৯
Email: ads@prokash.live

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ধর্মীয় নেতাদের সঙ্গে আজ সংলাপে বসবেন প্রধান উপদেষ্টা শিরোনাম বঙ্গবাজারে বহুতল ভবন নির্মাণের পেছনে নাশকতার অভিযোগ শিরোনাম শুল্ক ছাড়েও ভোজ্য তেলের বাজারে সংকট, দাম বৃদ্ধি ও শর্তযুক্ত বিক্রিতে ভোক্তাদের ভোগান্তি শিরোনাম শীতের শুরুতেই গোড়ালির ফাটলরোধে ঘরোয়া উপায় শিরোনাম ল্যাব থেকেই সৃষ্টি হয়েছিলো কোভিড-১৯ শিরোনাম খাদ্য মূল্যস্ফীতি ১৩.৮০ শতাংশে, নাগালের বাইরে নিত্যপণ্যের দাম