ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৫
Search bd News
লাইফস্টাইল ডেস্ক :
Publish : 10:32 AM, 17 March 2024.
Digital Solutions Ltd

ইফতারে প্রাণ জুড়াবে সাবুদানার ডেজার্ট

Publish : 10:32 AM, 17 March 2024.
ইফতারে প্রাণ জুড়াবে সাবুদানার ডেজার্ট

ছবি-সাবুদানার ডেজার্ট

লাইফস্টাইল ডেস্ক :

ইফতারে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট না থাকলে কী চলে? তাই ঘরের বড়-ছোট সবার জন্যই ইফতারে রাখতে পারেন সুস্বাদু সাবুদানার ডেজার্ট। এটি যেমন স্বাস্থ্যকর, খেতে তেমনিই সুস্বাদু। ইফতারে স্বাস্থ্যকর খাবারের বিকল্প হিসেবে রাখতে পারেন সাবুদানার ডেজার্ট। রইলো রেসিপি-

উপকরণ

১. সাবুদানা আধা কাপ

২. তরল দুধ ৩ কাপ

৩. চিনি আধা কাপ

৪. গুঁড়া দুধ ১ কাপ

৫. লবণ সামান্য

৬. পানি দেড় কাপ

৭. আগার আগার পাউডার ১ চা চামচ

৮. চিনি ৩ টেবিল চামচ ও

৯. ফুড কালার।

পদ্ধতি

চুলায় প্যান বসিয়ে তাতে দিতে হবে পরিমাণমতো পানি। পানি ফুটে উঠলে তাতে দিতে হবে সাবুদানা। জ্বাল করতে হবে যতক্ষণ না সাবুদানার সাদা ভাবটা চলে যায়। সাবুদানা সেদ্ধ হয়ে গেলে সাবুদানার সাদা ভাবটা গিয়ে সচ্ছ হয়ে যাবে, তখনই চুলা থেকে নামিয়ে চালনিতে ঢেলে দিতে হবে।

চিকন ছিদ্র চালনিতে ঢালতে হবে, না হয় সব সাবুদানা পড়ে যাবে। আটা চালনিতে ঢেলে নেওয়াই ভালো। চালনিতে ঢেলে উপরে ঠান্ডা পানি ঢেলে দিয়ে ধুয়ে নিতে হবে। এবার অন্য একটি প্যানে দিতে হবে ভালোভাবে নেড়ে মিশিয়ে জ্বাল দিতে হবে। জ্বাল দিয়ে দুধটাকে একদম ঘন মালাই এর মতো করে নিতে হবে।

চুলা থেকে দুধের মালাই নামিয়ে রাখতে হবে ঠান্ডা হওয়ার জন্য। ডেজার্ট সুন্দর করে সাজানোর জন্য জেলো তৈরি করে নিতে হবে। এবার অন্য একটি পাত্রে পানি, আগার আগার পাউডার ও চিনি মিশিয়ে নিন। একসঙ্গে করে নেড়ে মিশিয়ে চুলায় দিয়ে জ্বাল দিতে হবে।

এক বা দুবার ফুটে উঠলেই নামিয়ে ৩টি বাটিতে সমানভাবে নিয়ে ৩ ভাগ করে নিতে হবে। ৩ ভাগের সঙ্গে ৩টি ফুড কালার মিশিয়ে নিতে হবে। ১৫-২০ মিনিট রেখে দিলেই জেলো জমে শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে গেলে চাকু দিয়ে সাইজ মতো ছোট পিস পিস করে কেটে নিতে হবে।

এবার একটি বড় বাটিতে সেদ্ধ করে রাখা সাবুদানা, দুধের মালাই, কেটে নেওয়া জেলো, আম বা কলা কুচি করে কেটে নেওয়া, রুহ আফজাহ, সব একসঙ্গে করে চামচ দিয়ে নেড়ে মিশিয়ে গ্লাসে বা বাটিতে ঢেলে নিয়ে নিলেই পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে।

লাইফ স্টাইল বিভাগের অন্যান্য খবর

Search bd News

ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন

প্রকাশক
ইব্রাহিম খলিল

নিউজ
Email: news@prokash.live

বিজ্ঞাপণ
Email: ads@prokash.live

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম অধিপত্যবাদের নতুন দোসরের আবির্ভাব ঘটছে, কিন্তু সে চক্রান্ত আলোর মুখ দেখবে না : ডাঃ শহীদ হাসান শিরোনাম বাকেরগঞ্জে হাফিজি মাদ্রাসা বন্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন শিরোনাম টাকা ও খাবারের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণ, বৃদ্ধর বিরুদ্ধে দুই মামলা শিরোনাম সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে বৈদ্যুতিক খুঁটি থেকে তিনটি ট্রান্সমিটার চুরি শিরোনাম কোর্টের বারান্দায় দৌঁড়াতে দৌঁড়াতে নিঃস্ব হয়ে গেছি, ভূমিদস্যু আনোয়ারের বিরুদ্ধে মানববন্ধন শিরোনাম বিএনপি নেতা আলতাফ হোসেনের সভায় বিতর্কিত উপাধ্যক্ষ, ক্ষোভ শিক্ষার্থীদের