যেভাবে আপনার পুরোনো ফোনটি নতুন করবেন
এখন ঘরে বসেই ব্যাংকের কাজ, বিল পেমেন্ট সব করে নেওয়া যায় এক ফোনেই। এছাড়া যত গুরুত্বপূর্ণ ছবি, ভিডিও, ফাইল স্টোর করতে চান তা সবই সম্ভব এক ফোনে। এছাড়া কখনো চ্যাট কিংবা সোশ্যাল মিডিয়া স্ক্রল করছেন, কখনোবা সিনেমা, নাটক দেখে সময় কাটাচ্ছেন। শুধু তাই নয় পড়াশোনা, গান শোনা সবই এখন এক স্মার্টফোনেই সেরে নেওয়া যায়।
তবে সারাক্ষণ স্মার্টফোন ব্যবহারের ফলে ফোনটি খুব দ্রুত পুরোনো হয়ে যায়। স্টোরেজ ফুল হয়ে স্লো হয়ে যায়। ফলে নতুন ফোন কেনা ছাড়া কোনো উপায় থাকে না। তবে চাইলে আপনার পুরোনো ফোনটিকেই একেবারে নতুন ফোনের মতো করে নিতে পারবেন।
এজন্য আপনার ফোনটিকে ফ্যাক্টরি রিসেট করতে হবে। ফলে একেবারে নতুন ফোনের মতো যেমন স্পিড তেমন পারফরম্যান্স পাবেন কয়েক বছরের পুরোনো স্মার্টফোন থেকে। ফ্যাক্টরি রিসেটের কথা শুনে মনে মনে হতে পারে, কোনো জটিল প্রক্রিয়া বুঝি। আদতে তেমন কিছু নয়। ফোন রিসেট করলে নতুনের চেয়েও ভালো পারফরম্যান্স পাওয়া যায়। এতে অবাঞ্ছিত অ্যাপ, ম্যালওয়্যারের হাত থেকে মুক্তি তো মিলবেই, ভিডাইসের স্টোরেজ স্পেসও খালি হয়ে যাবে।
দেখে নিন কীভাবে করবেন কাজটি-
>> সেটিংসে গিয়ে সিস্টেম অপশনে ক্লিক করতে হবে।
>> এখানে স্ক্রোল করলে একদম নিচের দিকে পাওয়া যাবে ‘রিসেট’ অপশন। এবার এখানে ক্লিক করতে হবে।
>> এবার ‘ইরেজ অল ডেটা’ অপশনে ক্লিক করতে হবে। কিছু ডিভাইসে এটা ‘ফ্যাক্টরি রিসেট’ অপশন হিসেবে দেওয়া থাকে।
>> এরপর নিরাপত্তার জন্য ডিভাইসের পিন চাওয়া হবে।
>> এবার ফোন নিজের মতো করে রিসেট করতে থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন
প্রকাশক
ইব্রাহিম খলিল
নিউজ
Email: news@prokash.live
বিজ্ঞাপণ
Email: ads@prokash.live
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ