দেশে ডাহুয়ার তৈরি ‘ডিএইচ-এইচ৫এই’ মডেলের নতুন ওয়্যারলেস সিসি ক্যামেরা এনেছে স্মার্ট টেকনোলজিস। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর হিউম্যান ডিটেকশন সুবিধার এই নিরাপত্তা ক্যামেরা আশপাশে থাকা ব্যক্তিদের কথোপকথন শনাক্তের পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে দিক পরিবর্তন করে তাদের ভিডিও ধারণ করতে পারে। ফলে অনলাইনে সরাসরি আগন্তুকদের চেহারা দেখার পাশাপাশি তাদের সঙ্গে কথা বলা যায়। ৫ মেগাপিক্সেলের সেন্সরযুক্ত ক্যামেরাটির দাম ধরা হয়েছে ৩ হাজার ৭০০ টাকা। এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানিয়েছে স্মার্ট টেকনোলজিস।
সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, স্পিকারযুক্ত ক্যামেরাটির মাধ্যমে কথা বলার পাশাপাশি ৩৬০ ডিগ্রি প্যানারমিক ভিডিও দেখা যায়। শুধু তা–ই নয়, শক্তিশালী লেন্স থাকায় ভিডিওতে থাকা ব্যক্তিদের চেহারাও স্পষ্টভাবে দেখার সুযোগ মিলে থাকে। ফলে সহজেই দূর থেকে ক্যামেরাটির মাধ্যমে নজরদারি করা সম্ভব।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের পাশাপাশি আইফোন থেকেও নিয়ন্ত্রণ করা যায় নিরাপত্তা ক্যামেরাটি। ক্যামেরাটিতে মাইক্রো এসডি কার্ডযুক্ত করে ২৫৬ গিগাবাইট পর্যন্ত ভিডিও সংরক্ষণ করা যায়। ফলে ক্যামেরাটিতে ধারণ করা সব ভিডিও অনলাইনে সরাসরি দেখার পাশাপাশি সংরক্ষণও করা যায়।
ভারপ্রাপ্ত সম্পাদক
মামুন আল সাফাত
প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৯৮৪৪৬৯৬৯
Email: news@prokash.live
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৯৮৪৪৬৯৬৯
Email: ads@prokash.live
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ