টেলিগ্রামেও পাবেন এআই সুবিধা
টেলিগ্রাম বর্তমানে একটি জনপ্রিয় অ্যাপ। এর মাধ্যমে একে অন্যের সঙ্গে চ্যাট করার পাশাপাশি অনেকেই অনেক কিছু শেয়ার করেন। এছাড়া ভিডিও কলের জন্য সেরা একটি অ্যাপ হচ্ছে টেলিগ্রাম। তবে এবার এআইয়ের সুবিধাও পাবেন টেলিগ্রামে।
কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ভর করে একগুচ্ছ ফিচার আনল ট্রুকলার। কলিংয়ের ক্ষেত্রে বাড়তি সুবিধা দিতে যোগ হয়েছে কল রেকর্ডিং এবং ট্রান্সক্রিপশনের সুবিধা। অ্যান্ড্রয়েড ও আইফোন দুই সফটওয়্যারেই পাওয়া যাবে এই দুই ফিচার।
কল রেকর্ডিং
নতুন ফিচারের মাধ্যমে অ্যাপের মধ্যে কল রেকর্ডিং করতে পারবেন। দরকার পড়বে না থার্ড পার্টি অ্যাপের। অনেক সময় গুরুত্বপূর্ণ ফোন কলের সময় সেই কথাবার্তা রেকর্ড করার প্রয়োজন পড়ে যায়। অনেক স্মার্টফোনে ডিফল্ট অপশন হিসেবে থাকলেও কিছু ফোনে থাকে না। তারা ট্রুকলারের মাধ্যমে সেই চাহিদা মেটাতে পারবেন।
অ্যাপে গেলেই ট্রুকলারে কল রেকর্ডিং করার অপশন দেখতে পাবেন। তবে বর্তমানে এই ফিচার পেইড ব্যবহারকারীদের জন্য উপলব্ধ। অর্থাৎ আপনাকে একটি নির্দিষ্ট অঙ্কের সাবস্ক্রিপশন নিতে হবে। আইফোনের ক্ষেত্রে কল রেকর্ডিং করা বেশ শক্ত ছিল। কারণ ব্যবহারকারীদের সুরক্ষার স্বার্থে অ্যাপল অনেক ফিচার বন্ধ করে রাখে অ্যাপল।
কল ট্রান্সক্রিপশন
কল শেষ হয়ে গেলে তারপরই এআই চালিত ট্রান্সক্রিপশনের সুবিধা নেওয়া যাবে। ইংরেজি ভাষায় যা যা কথাবার্তা হয়েছে অনুবাদ করতে পারবেন। যাদের কোনো ভাষা বুঝতে যদি অসুবিধা হয় তারা সেটি অনুবাদ করে তার সম্পূর্ণ ব্যাখ্যা পেয়ে যাবেন। তবে এই সব সুবিধার জন্য দাম টাকা খরচ করতে হবে ব্যবহারকারীদের। সাবস্ক্রিপশনের জন্য মাসিক বা বাৎসরিক প্যাকেজ নিতে পারবেন পছন্দমতো।
ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন
প্রকাশক
ইব্রাহিম খলিল
নিউজ
Email: news@prokash.live
বিজ্ঞাপণ
Email: ads@prokash.live
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ