হঠাৎ উধাও হয়ে গেলো ফেসবুক!
মেটার আওতাধীন ফেসবুকের সার্ভারে সমস্যা দেখা দিয়েছে। হঠাৎ করেই সাধারণ মানুষের আইডি লগআউট হয়ে যায়।
মঙ্গলবার (৫ মার্চ) রাত বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা।
প্রযুক্তি ওয়েবসাইট ডাউন ডিটেক্টরও ফেসবুক ব্যবহারে সমস্যার কথা নিশ্চিত করেছে।
ব্যবহারকারীরা জানান, হঠাৎ করেই তাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট হয়ে যায়। পরে তারা লগ ইন করতে গিয়ে সমস্যায় পড়েন।
মেটা কিংবা ফেসবুক তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কিছুই জানায়নি।
শুধু ফেসবুক নয়, ইনস্টাগ্রাম এবং ম্যাসেঞ্জার ব্যবহারকারীরা আজ রাত ৯টা ২১ এ দিকে হঠাৎ করে লগআউট হয়ে যায়।
মোবাইলে, Facebook ব্যবহারকারীদের সাথে একটি পপ-আপ লেখা ছিল "সেশনের মেয়াদ শেষ, অনুগ্রহ করে আবার লগ ইন করুন।" বার্তাটিতে আলতো চাপলে সেগুলি একটি লগ-ইন স্ক্রিনে নিয়ে যাবে, যেখানে ব্যবহারকারীরা একটি বার্তা দেখে রিপোর্ট করেছেন "লগ ইন করতে অক্ষম৷ একটি অপ্রত্যাশিত ত্রুটি ঘটেছে৷ আবার লগ ইন করার চেষ্টা করুন."
ভারপ্রাপ্ত সম্পাদক
মামুন আল সাফাত
প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৯৮৪৪৬৯৬৯
Email: news@prokash.live
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৯৮৪৪৬৯৬৯
Email: ads@prokash.live
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ