সাড়ে ৪ কেজি সোনাসহ বেসরকারি এয়ারলাইনসের গাড়িচালক গ্রেপ্তার
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে চার কেজি সোনাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুজনের একজন বেসরকারি একটি এয়ারলাইনসের গাড়িচালক। আজ শনিবার বেলা তিনটার দিকে তাঁদের গ্রেপ্তার করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, আজ দুপুরে বেসরকারি এয়ারলাইনসের গাড়িচালক মো. হেলাল (৫১) শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের প্রবেশপথ দিয়ে বের হন। পরে একজন সহযোগীসহ সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন তিনি। এর মধ্যে গোয়েন্দা তথ্যের মাধ্যমে এপিবিএন জানতে পারে, তাঁদের কাছে সোনা আছে। পরে তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন হেলালের পরিচিত কামাল হোসেনের (২৯) কাছ থেকে ৪ কেজি ৬৪০ গ্রাম সোনা (বার) উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল জানিয়েছেন, হেলাল তাঁর কাছে সোনা দিয়েছিলেন। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিলে ১০ হাজার টাকা পাওয়ার কথা ছিল তাঁর।
ভারপ্রাপ্ত সম্পাদক
মামুন আল সাফাত
প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৯৮৪৪৬৯৬৯
Email: news@prokash.live
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৯৮৪৪৬৯৬৯
Email: ads@prokash.live
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ