ছবি : সংগৃহীত
স্ত্রী মাহমুদা খানম (মিতু) হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের হাইকোর্ট থেকে পাওয়া জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত। এর ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
বুধবার (৪ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। এর আগে গত ২৭ নভেম্বর হাইকোর্টের বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চ বাবুল আক্তারের জামিন মঞ্জুর করেছিলেন।
তবে হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন মিতুর বাবা মোশাররফ হোসেন, যা বাবুলের মুক্তি আটকে দিয়েছিল। আজ আপিল শুনানিতে চেম্বার আদালত জামিন বহাল রাখার সিদ্ধান্ত দেন।
২০২৩ সালের ১৩ মার্চ চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালত বাবুল আক্তারসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। আসামিদের মধ্যে রয়েছেন বাবুল আক্তার, মোতালেব মিয়া ওরফে ওয়াসিম, আনোয়ার হোসেন, এহতেশামুল হক ভোলা, শাহজাহান মিয়া, কামরুল ইসলাম শিকদার মুছা এবং খায়রুল ইসলাম।
তদন্ত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৫ জুন চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় মাহমুদা খানম মিতুকে হত্যা করা হয়। শুরুতে মামলার বাদী ছিলেন বাবুল আক্তার। তবে দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর বাবুল আক্তারসহ সাতজনকে আসামি করে ২ হাজার ৮৪ পৃষ্ঠার চার্জশিট জমা দেয়। একই বছরের ১০ অক্টোবর আদালত এই অভিযোগপত্র গ্রহণ করেন।
হত্যার পরিকল্পনার বিষয়ে তদন্তে উঠে আসে, বাবুল আক্তার ঢাকায় অবস্থানকালে দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে তার স্ত্রী মিতুকে হত্যা করা হয়। আদালত তার বিরুদ্ধে ৩০২ (হত্যা), ২০১ (প্রমাণ লোপাট) এবং ১০৯ (প্ররোচনা) ধারায় অভিযোগ গঠন করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক
মামুন আল সাফাত
প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৯৮৪৪৬৯৬৯
Email: news@prokash.live
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৯৮৪৪৬৯৬৯
Email: ads@prokash.live
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ