এবার যুক্তরাষ্ট্রে ‘ছাই থেকে ফুল’
রোহিঙ্গা জনগোষ্ঠীর বঞ্চনা ও ভুলের ইতিহাস নিয়ে নির্মিত পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘ব্লসমস ফ্রম অ্যাশ’ বা ‘ছাই থেকে ফুল’ এরই মধ্যে প্রশংসিত হয়েছে বিশ্বের বিভিন্ন উৎসব ও ফোরামে। এবার এটি প্রদর্শিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। নির্মাতা নোমান রবিন জানান, আগামী ১০ জুলাই নিউইয়র্ক অঙ্গরাজ্যের ঐতিহ্যবাহী বার্ড কলেজে প্রদর্শিত হবে ‘ছাই থেকে ফুল’। প্রদর্শনী শেষে প্রশ্ন-উত্তর পর্বে ছাত্র-ছাত্রীদের মুখোমুখি হবেন নির্মাতা। কলেজের পক্ষ থেকে এই চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করছেন অনিরুদ্ধ মিত্র, পরিচালক, গ্লোবাল অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ প্রোগ্রাম এবং সমন্বয় করছেন ভিজিটিং প্রফেসর ফাহমিদুল হক। দুজনই এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
নোমান রবিন বলেন, ‘উৎসব কিংবা ফোরামের বাইরে যে কোনো কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে বসে ছবিটি দেখা ও দেখানোর বিষয়টা আমার জন্য বেশ আরামদায়ক মনে হয়। চ্যালেঞ্জিংও বটে। কারণ শিক্ষার্থীরা এসব কাজের শুধু প্রশংসাই করে না, সমালোচনাও করে।’ উল্লেখ্য, ‘ছাই থেকে ফুল’ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে স্পেশাল জুরি রেমি অ্যাওয়ার্ড অর্জন করেছে। পাশাপাশি, চলচ্চিত্রটি বিখ্যাত স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যাপেল টিভিতে পাওয়া যাচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক
মামুন আল সাফাত
প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৯৮৪৪৬৯৬৯
Email: news@prokash.live
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৯৮৪৪৬৯৬৯
Email: ads@prokash.live
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ