বাংলাদেশ ভারতের সীমান্ত আলাদা পারেনি দুই দেশের মিডিয়া জগৎ ও ভক্তদের। বাংলাদেশের শিল্পীরা যেমন ভারতে যান তেমনি ভারতের শিল্পীরাও বাংলাদেশে আসলে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস দেখা যায় তার ভক্তদের। গত ৭ জুন সকালে ঢাকায় আসেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। বাংলাদেশে অগণিত ভক্ত রয়েছে তার। একটি নতুন পণ্যের উদ্বোধনী ফ্যাশন শোতে অংশ নিতে ঢাকায় এসেছিলেন অর্জুন।
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শোয়ের শো-স্টপার হিসেবে অংশ নেন অর্জুন। শোতে মডেল হিসেবে মঞ্চে হাঁটেন মডেল ও অভিনেত্রী তানজিয়া মিথিলা। আর তখনই অর্জুনের সঙ্গে দেখা ও কথা বলার সুযোগ হয় মিথিলার ।
সম্প্রতি দেশের এক গণমাধ্যমে অর্জুনের সঙ্গে দেখা ও কথা বলার সেই অনভূতি প্রকাশ করেন মিথিলা। এ সময় অভিনেত্রী বলেন, অর্জুন তার ছোটবেলার ক্রাশ, কথাটা শুনে নাকি হেসে দেন এই অভিনেতা।
মিথিলা আরো বলেন, সামনা-সামনি দেখা হবে, কথা হবে ভাবিনি কখনও। সিনেমায় যেমন স্মার্ট ও সুন্দর লাগে তাকে, বাস্তবেও তিনি ঠিক তেমনই সুন্দর, স্মার্ট । আমাকে হাগ দিয়েছেন অর্জুন, মন ভরে গেছে।
এর আগে ২০১০ সালে একটি কনসার্টে অংশ নিতে ঢাকায় এসেছিলেন অর্জুন। সেসময় তার সঙ্গী হয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান ও অভিনেত্রী রানী মুখার্জি।
ভারপ্রাপ্ত সম্পাদক
মামুন আল সাফাত
প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৯৮৪৪৬৯৬৯
Email: news@prokash.live
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৯৮৪৪৬৯৬৯
Email: ads@prokash.live
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ