“আবারো স্বাধীন চলচ্চিত্র নির্মানে রিয়াজুল রিজু”
গতকাল রাতে রিয়াজুল রিজু ফেইসবুক ওয়ালে একটি থিমেটিকাল পোস্টার ছাড়েন চলচ্চিত্রের নাম “কলম”। স্লোগান হচ্ছে সব হারে,কলম হারেনা রুপক অর্থে ব্যাবহৃত কলম দিয়ে উনি কি বোঝাচ্ছেন ? উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের প্রকৃত সাংবাদিকদের কি এই রহস্য ?
জানতে চাইলে উনি বলেন আমার মূল প্রোটাগনিস্ট সাংবাদিক ,এন্টাগনিস্ট সমাজের কালপ্রিট এবং নারী চরিত্র একজন প্রফেসার ওয়ার্ল্ড কমিউনিকেশনে যে সিদ্ধ:হস্ত কাস্টিং সহ বাকি গল্প খুব শীঘ্রই জানানো হবে।
এর আগে বাপজানের বায়স্কোপ চলচ্চিত্র নির্মান করে উনি উপমহাদেশের সর্বকনিষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন পরিচালক,প্রযোজক ও চিত্রনাট্যকার হিসেবে অসংখ্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছিল সরকারি এবং ব্যাক্তি উদ্যেগে। অভিনয়েও বেশ নিয়মিত এই নির্মাতা দীর্ঘ সময় সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন।এবারের কলম চলচ্চিত্রটি সাংবাদিকতা নিয়েই নির্মান করছেন বলে জানান তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন
প্রকাশক
ইব্রাহিম খলিল
নিউজ
Email: news@prokash.live
বিজ্ঞাপণ
Email: ads@prokash.live
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ