ছবি: সংগৃহীত
ইসরায়েল ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে হামলার পাশাপাশি গাজাজুড়ে হামলা আরও তীব্র করেছে। এবার হামলা করল গাজার মসজিদে। মসজিদ হামলায়, কমপক্ষে ১৬ ফিলিস্তিনি নিহত হয়, যাদের মাজে ১০ জন শিশু।এছাড়া হামলায় আহত হয়েছেন আরও অনেকে। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে এসব শিশুসহ অনেক নারীও ওই মসজিদে আশ্রয় নিয়েছিলেন। আজ বৃহস্পতিবার আল জাজিরা থেকে এ তথ্য পাওয়া যায়।
গাজায় রাতভর তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার একপর্যায়ে উত্তর গাজা শহরের ফাতিমা আল-জাহরা মসজিদে বোমাবর্ষণ করে দখলদার বাহিনীরা। হামলার পরপরই তাৎক্ষণিকভাবে নিহতের সংখ্যা ১০ জন বলে জানানো হলেও পরে তা বেড়ে ১৬ জনে পৌঁছায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহতদের অধিকাংশই বাস্তুচ্যুত নারী ও শিশুর। মসজিদটিতে একটি কোরআন স্কুলও ছিল।সেই সঙ্গে, হামলায় দারাজের আশপাশের আল-সাহাবা স্ট্রিটের মসজিদ এবং আশপাশের ভবনগুলোও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিবেধন হতে আরও জানা যায়, মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরে আলাদা আরেকটি ইসরায়েলি হামলায় কমপক্ষে আটজন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।
হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন জানিয়ে ওয়াফা বলেছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক
মামুন আল সাফাত
প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৯৮৪৪৬৯৬৯
Email: news@prokash.live
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৯৮৪৪৬৯৬৯
Email: ads@prokash.live
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ