জনপ্রিয় টিকটক তারকা প্রিন্স মামুন। তার আসল নাম আব্দুল্লাহ আল মামুন হলেও প্রিন্স মামুন হিসেবেই বহুল পরিচিতএই টিকটক সেলিব্রেটি।বিনোদনভিত্তিক কন্টেন্ট বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় থাকলেও বেশির ভাগ সময় নিজের বেক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন এই ক্রিয়েটর।
এবার এই টিকটকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত । সেই সঙ্গে মামুনকে পলাতক আসামি হিসেবে বিবেচনা করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বিষয়টি প্রিন্স মামুন নিজেও নিশ্চিত করেছেন। তিনি জানান, তার বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে।
পরোয়ানার কপি হতে দেখা যায়, প্রিন্স মামুনের বিরুদ্ধে ফৌজদারি বিধি ৩২৩, ৩০৭ ও ৫০৬ ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ০৫(১২)২০২৩।
মামুন জানান, "গত ডিসেম্বরে মাঝরাতে লায়লার সঙ্গে একটি ভুল বোঝাবুঝির ঘটনা ঘটে, যা হাতাহাতিতে পরিণত হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করেই আইনিভাবে মোকাবিলা করতে হবে। যিনি মামলা করেছেন, তিনি মামলা তুলে নেবেন বলেছিলেন। তাই আমি হাজিরা দিইনি। হাজিরা না দেওয়ার কারণেই আমার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে।"
এদিকে, লায়লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "কোন মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সে ব্যাপারে আমি কিছু জানি না। এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।"
ভারপ্রাপ্ত সম্পাদক
মামুন আল সাফাত
প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৯৮৪৪৬৯৬৯
Email: news@prokash.live
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৯৮৪৪৬৯৬৯
Email: ads@prokash.live
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ