সম্প্রতি ইইউ নির্বাচনে আশানুরূপ ফল না পাওয়ায় নিজের পদ থেকে ইস্তিফারঘোষণা দিয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার ডি ক্রো। স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় তিনি এ ঘোষণা দেন।পদত্যাগের ঘোষণার সময় আবেগতাড়িত হয়ে পড়েন ক্রো। কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘এটা খুবই কঠিন একটি সন্ধ্যা।’
সোমবার এক প্রতিবেদনে এ খবর জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও দ্যা গার্ডিয়ান।
রোববার ইউরোপীয় ইউনিয়নের সংসদীয় নির্বাচন শেষে বুথফেরত জরিপের ফলাফল অনুযায়ী অভ্যন্তরীণভাবে দেশটির বৃহত্তম উগ্র ডানপন্থী ভ্লামস বেলাং পার্টি বেশ ভালো করেছে। যদিও প্রত্যাশা পূরণে বেশ পিছিয়ে রয়েছে দলটি।
মূলত এসব কারণে সরকারপ্রধানের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন আলেক্সান্ডার দ্য ক্রো।
তবে হতাশাজনক ফলাফল সত্ত্বেও, ডি ক্রো উদারপন্থীদের ভবিষ্যত সম্পর্কে আশাবাদী। তিনি বলেন, আমরা শক্তিশালী হয়ে ফিরে আসব।"
দ্যা গার্ডিয়ানের তথ্যমতে, সোমবার ব্রাসেলসের রাজপ্রাসাদে বেলজিয়ামের রাজা ফিলিপের কাছে পদত্যাগপত্র হস্তান্তর করবেন আলেক্সান্ডার ডি ক্রো। তবে নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন
প্রকাশক
ইব্রাহিম খলিল
নিউজ
Email: news@prokash.live
বিজ্ঞাপণ
Email: ads@prokash.live
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ