ঢাকা, ২২ জানুয়ারি, ২০২৫
Search bd News
নিজস্ব প্রতিবেদক :
Publish : 11:22 PM, 04 December 2024.
Digital Solutions Ltd

নরসিংদীর মাধবদীতে হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার।

Publish : 11:22 PM, 04 December 2024.
নরসিংদীর মাধবদীতে হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার।

নিজস্ব ছবি

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীর মাধবদীতে চালককে হত্যা করে ব্যাটারিচালিত রিক্সা ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ আসামী গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার(৮ জুলাই) দুপুরে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান, নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

এর আগে গত মঙ্গলবার নরসিংদীর মাধবদী ও নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাকৃতরা হলো- মাধবদী থানার পাথরপাড়া গ্রামের মজিবুর মিয়ার ছেলে বাচ্চু মিয়া (২৭), একই এলাকার বকুল মিয়ার ছেলে মো. হৃদয় (২৭), মৃত ইমান আলীর ছেলে নবী হোসেন (৩৫) ও বালুসাইর গ্রামের মুকসেদ আলীর ছেলে সোহেল মিয়া (৩২)। গ্রেপ্তারের পর আদালতে নেয়া হলে ওই চারজন ১৬৪ ধারায় স্বীকারোক্তীমূলক জবানবন্দী দিয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ১৫ জুন নরসিংদীর মাধবদীর মদনপুর রোডের ৫নং ব্রিজ এলাকার ধামের ভাওলা এলাকার কাঁচা রাস্তার পাশের একটি বড়ই গাছের সাথে গামছা দিয়ে শ্বাসরোধ করে রিকশাচালক নূরুল ইসলাম (৫০) কে হত্যা করা হয়। এসময় তার ব্যাটারি চালিত রিক্সাটি ছিনিয়ে নিয়ে যায় কয়েকজন দুর্বৃত্ত। পরদিন সকাল ৬টার দিকে ওই স্থান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত নূরুল ইসলাম (৫০) মাধবদী থানাধীন পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া এলাকার মৃত কাশেম আলীর ছেলে।

গত ১৯ জুন নিহত নূরুল ইসলামের স্ত্রী শিউলি বেগম বাদী হয়ে কয়েকজন অজ্ঞাতনামা আসামী করে মাধবদী থানায় মামলা করেন। পরে পুলিশ জড়িত আসামিদের তথ্য প্রযুক্তির সহায়তায় সনাক্তকরণ ও ছিনতাইকৃত ব্যাটারিচালিত রিক্সা উদ্ধার ও আসামী গ্রেপ্তারে অভিযান শুরু করে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

ভারপ্রাপ্ত সম্পাদক
মামুন আল সাফাত

প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৯৮৪৪৬৯৬৯
Email: news@prokash.live

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৯৮৪৪৬৯৬৯
Email: ads@prokash.live

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ধর্মীয় নেতাদের সঙ্গে আজ সংলাপে বসবেন প্রধান উপদেষ্টা শিরোনাম বঙ্গবাজারে বহুতল ভবন নির্মাণের পেছনে নাশকতার অভিযোগ শিরোনাম শুল্ক ছাড়েও ভোজ্য তেলের বাজারে সংকট, দাম বৃদ্ধি ও শর্তযুক্ত বিক্রিতে ভোক্তাদের ভোগান্তি শিরোনাম শীতের শুরুতেই গোড়ালির ফাটলরোধে ঘরোয়া উপায় শিরোনাম ল্যাব থেকেই সৃষ্টি হয়েছিলো কোভিড-১৯ শিরোনাম খাদ্য মূল্যস্ফীতি ১৩.৮০ শতাংশে, নাগালের বাইরে নিত্যপণ্যের দাম