অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ: সুজিত নন্দী
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বে মানবিক নেতা হিসেবে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বঙ্গবন্ধুর দেখানো পথে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। ইফতার অনুষ্ঠান না করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন তিনি। তারই ধারাবাহিকতায় সারাদেশে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদ অডিটোরিয়ামে সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ চাঁদপুর সদর ছাত্রকল্যাণ সমিতি- অঙ্গীকারের উদ্যোগে নবীনবরণ, বার্ষিক পুনর্মিলনী ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, মানুষের সেবায় কাজ করতে হবে। সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক (ঢাকা জেলা ও দায়রা জজ) মজিবুর রহমান। অঙ্গীকারের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য মো. আখলাকুর রহমান মাইনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের সহকারী অধ্যাপক অমিত নন্দী, টিসিইর ফাউন্ডার মো. সালেহ চৌধুরী, গ্লোরিয়াস কনসালটেন্সির সিও মো. সানাউল্লাহ, দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল, অঙ্গীকারের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সিদ্দিকী মহসীন পাটোয়ারী, প্রতিষ্ঠাতা সভাপতি মো. আব্দুর রাজ্জাক খান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গাফফার রনক, মিঠু চন্দ্র শীল, সাবেক সভাপতি নুরে আলম সিয়াম, বর্তমান সভাপতি দেবব্রত রায় নন্দী প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক
মামুন আল সাফাত
প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৯৮৪৪৬৯৬৯
Email: news@prokash.live
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৯৮৪৪৬৯৬৯
Email: ads@prokash.live
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ