ঢাকা, ২২ অক্টোবর, ২০২৫
Search bd News
সবারকথা ডেস্ক :
Publish : 07:15 AM, 29 June 2024.
Digital Solutions Ltd

নিখোঁজ এমপি আনারের মরদেহ ভারত থেকে উদ্ধার

Publish : 07:15 AM, 29 June 2024.
নিখোঁজ এমপি আনারের মরদেহ ভারত থেকে উদ্ধার

ছবিঃ সংগৃহীত

সবারকথা ডেস্ক :

ভারতে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করা হয়েছে ভারতে।

গত ১২ মে চিকিৎসা করাতে কলকাতায় গিয়ে উত্তরের বরানগরে বন্ধুর বাড়িতে উঠেছিলেন আনার। ১৩ মে তিনি কারও সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু আর ফিরে আসেননি। 

আজ বুধবার কলকাতার নিউটাউন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করেছে বলেও জানায় পুলিশ।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আনারের শেষ মোবাইল লোকেশন মিলেছিল বিহারে। গত ১৪ মে থেকে তার ফোন বন্ধ হয়ে যায়। গত আট দিন ধরে নিখোঁজ থাকলেও তার ফোন থেকে পরিবারের সদস্যদের কাছে মেসেজ পাঠানো হয় যে তিনি নয়াদিল্লি চলে গেছেন।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ১৩ মে নিউটাউনের একটি বাড়িতে যান এমপি আনার। সেই বাড়িতেই খুন করা হয় তাকে।

সংবাদমাধ্যম আরও জানিয়েছে, নিউটাউনে যে বাড়িতে তিনি গিয়েছিলেন সেটা একজন এক্সাইজ অফিসারের। ভাড়া নেয়া বাড়িতে খুন করা হয়েছে এমপি আনারকে। খুনের দিন এই বাড়িতে নাকি নারীসহ একাধিক লোকজন ছিলেন। কিন্তু আনারের রহস্যজনক মৃত্যুর পর সবাই ভারত থেকে পালিয়ে গেছেন।

দ্বাদশ জাতীয় নির্বাচনে আনার তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

ছাত্রজীবন থেকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে রাজনীতিতে পা রাখেন। স্থানীয় পৌর নির্বাচনে কাউন্সিলর নির্বাচন দিয়ে ভোটের রাজনীতি শুরু করেন তিনি। এর আগে বিশাল ভোটের ব্যবধানে উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হয়ে দায়িত্ব পালন করেন। জাতীয় নির্বাচনগুলোতেও তিনি জয়ের ব্যবধান দিয়ে একই জনপ্রিয়তার স্বাক্ষর রাখেন।

 

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এলাকায় কখনও তাকে পুলিশি প্রটোকল ব্যবহার করতে দেখা যায়নি। তিনি নিজেই মোটরসাইকেল চালিয়ে দিন অথবা রাতে যখন প্রয়োজন তখনই নির্বাচনী এলাকার প্রত্যন্ত অঞ্চলের যে কোনও গ্রামে পৌঁছে যেতেন।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন

প্রকাশক
ইব্রাহিম খলিল

নিউজ
Email: news@prokash.live

বিজ্ঞাপণ
Email: ads@prokash.live

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম কোর্টের বারান্দায় দৌঁড়াতে দৌঁড়াতে নিঃস্ব হয়ে গেছি, ভূমিদস্যু আনোয়ারের বিরুদ্ধে মানববন্ধন শিরোনাম বিএনপি নেতা আলতাফ হোসেনের সভায় বিতর্কিত উপাধ্যক্ষ, ক্ষোভ শিক্ষার্থীদের শিরোনাম বাকেরগঞ্জে জেলেদের কাছে অসহায় প্রশাসন, আত্মরক্ষায় পুলিশের গুলি শিরোনাম কর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করতে হবে: নাসির জোমাদ্দার শিরোনাম 'জীবিত অবস্থায় ইসলামের শিক্ষা নিন, কবরে গিয়ে ঘুমাতে পারবেন' শিরোনাম বাকেরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ