প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে ফটোসেশন।
সবার আগে দেশ: ভারতের অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান আসিফ নজরুলের
"সবার উপরে দেশ—এ নীতি থেকে আমরা কখনো সরে যাব না। বাংলাদেশকে দুর্বল বা নতজানু ভাবার কোনো সুযোগ নেই," বলেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ভারতের বাংলাদেশবিরোধী অপপ্রচার এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিষয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আসিফ নজরুল।
তিনি জানান, হাইকমিশনে হামলা, বাংলাদেশবিরোধী প্রচারণা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মতো ঘটনাগুলো নিয়ে সংলাপে তীব্র নিন্দা জানানো হয়েছে। সরকারের সাহসী ও আত্মমর্যাদাশীল ভূমিকার প্রশংসা করা হয় এবং ঐক্যবদ্ধভাবে এসব অপপ্রচার মোকাবিলার অঙ্গীকার করা হয়।
ভারতের পদক্ষেপের নিন্দা ও পরামর্শ
আসিফ নজরুল বলেন, "ভারতের অর্থনৈতিক নিপীড়ন, সাংস্কৃতিক আধিপত্য এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরুদ্ধে আমরা কড়া প্রতিক্রিয়া জানিয়েছি। বাংলাদেশকে মর্যাদাশীল প্রতিবেশী হিসেবে দেখার আহ্বান জানিয়েছি।"
তিনি আরও বলেন, ভারতের অপপ্রচারের মোকাবিলায় প্রবাসীদের ভূমিকা, বন্ধু রাষ্ট্রগুলোর সহযোগিতা এবং বিদেশি সাংবাদিকদের সাথে কার্যকর যোগাযোগের ওপর জোর দেওয়া হয়েছে। আইনি ও যোগাযোগ দক্ষতা বাড়ানোরও সুপারিশ এসেছে।
ক্ষতিকর চুক্তি বাতিলের দাবি
সংলাপে গত ১৫ বছরে ভারতের সঙ্গে স্বাক্ষরিত সকল চুক্তি প্রকাশের দাবি জানানো হয়। একইসঙ্গে বাংলাদেশের জন্য ক্ষতিকর চুক্তি, যেমন রামপাল প্রকল্প, বাতিল করার আহ্বান জানানো হয়েছে।
ঐক্যের বার্তা
তিনি বলেন, "আমাদের মধ্যে মতাদর্শের পার্থক্য থাকতে পারে, কিন্তু দেশের সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। যে কোনো অপপ্রচার ও উসকানির মুখে আমাদের ঐক্য অটুট থাকবে।"
সংলাপে প্রস্তাব করা হয়েছে, ভারতের অপপ্রচারের বিরুদ্ধে একটি জাতীয় সমাবেশ আয়োজন, রাজনৈতিক কাউন্সিল গঠন, বা নিরাপত্তা কাউন্সিল তৈরির মতো উদ্যোগ নেওয়া যেতে পারে।
আসিফ নজরুল বলেন, "আমরা সজাগ থাকব এবং ভবিষ্যতে যেকোনো উসকানির মুখে দেশের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাব।"
ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন
প্রকাশক
ইব্রাহিম খলিল
নিউজ
Email: news@prokash.live
বিজ্ঞাপণ
Email: ads@prokash.live
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ