আজ থেকে১০ দিন পরই যুক্তরাষ্ট্রেরমাঠে শুরু হবেলাতিন আমেরিকার দেশগুলোর ফুটবল শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা। মহাদেশীয় ফুটবল শ্রেষ্ঠত্বের আসরে শিরোপার অন্যতম দাবিদার বিশ্ব ফুটবলেরঅন্যতম বড় পরাশক্তি ব্রাজিল। এই আসরের শিরোপা লড়াই শুরুর আগে প্রীতি ম্যাচ খেলে প্রস্তুতি বাড়াচ্ছেসেলেসাওরা। প্রস্তুতিম্যাচের প্রথমটিতে এনড্রিকের শেষ সময়ের দুর্দান্ত গোলে জয় তুলে নিয়েছে ব্রাজিল।
৯ জুনরোববার যুক্তরাষ্ট্রের কাইল ফিল্ডে ফিফার প্রীতি ম্যাচে ৩-২ গোলেমেক্সিকোকে হারিয়েছে ব্রাজিল। ব্রাজিলের পক্ষে আন্দ্রেস পেরেইরা, মার্তিনেলি ও এনড্রিক গোল করেন। মেক্সিকোর পক্ষে জুলিয়ান কুইনোস ও গুলেরোমো মার্তিনেজ গোল করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন
প্রকাশক
ইব্রাহিম খলিল
নিউজ
Email: news@prokash.live
বিজ্ঞাপণ
Email: ads@prokash.live
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ