ঢাকা, ২২ অক্টোবর, ২০২৫
Search bd News
সাজ্জাদ শাকিল :
Publish : 10:26 AM, 07 October 2025.
Digital Solutions Ltd

কোপা জয়ে রাঙালো আর্জেন্টিনা!

Publish : 10:26 AM, 07 October 2025.
 কোপা জয়ে রাঙালো আর্জেন্টিনা!

ছবি: সংগৃহীত

সাজ্জাদ শাকিল :

ভিনি, ভিডি, ভিসি। রোমান সম্রাট জুলিয়াস সিজার যেন যথার্থই বলেছেন। এলেন , দেখলেন এবং জয় করলেন এই সময়ের এঞ্জেল আনহেল ডি মারিয়া। আনহেল ডি মারিয়ার বিদায়ী ম্যাচ। জয়টা তাকেই উৎসর্গ করতে চেয়েছিল আর্জেন্টিনা এবং তাই হয়েছে। এই যেন এক ইতিহাসের মসনদ যা লিখিত হয়েছে চোখের জলে, উল্লাসে, উচ্ছাসে, গ্লানিতে, উত্থানে এবং পতনে !

কোপা আমেরিকায় ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা এবং কলম্বিয়া। শরীরী ফুটবলে আর্জেন্টাইন ফুটবলারদের দমিয়ে রাখে তারা। তাদের শরীরী ফুটবলের শিকার হয়ে ৬৩ মিনিটে চোটে পড়ে মাঠ ছাড়তে হয় লিওনেল মেসিকে। মাঠ ছাড়ার সময় কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টাইন এই কিংবদন্তি মহাতারকা। চোখে মুখে হতাশা। যেন শেষ বেলায় সব হারাতে হচ্ছে তাঁকে । তখনও যে গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। এ সময় গ্যালারিতে আসা আর্জেন্টাইন সমর্থকরা দাঁড়িয়ে মেসিকে সম্মান জানিয়েছে।

মেসির এই চোখের জল বৃথা যেতে দেয় কি করে আর্জেন্টিনা! মাঝে এক দফা অফসাইডে গোল বাতিল হলেও বৃথা যেতে দেয়নি লাওতারো মার্তিনেজ। আসরে দারুণ ফুটবল খেলা মার্তিনেজ এদিন মাঠে নামলেন অতিরিক্ত সময়ের ৯৭ মিনিটে। এসেই যেন বদলে দিলেন দলের চেহারা। দারুণ এক গোল করে উৎসবের আমেজ তৈরি করলেন গ্যালারিতে। যেন প্রাণ ফিরে পেল আর্জেন্টিনার ডাগআউগ। শেষ পর্যন্ত ১১২ মিনিটে মার্তিনেজের সেই গোলটিই গড়ে দিলো আর্জেন্টিনার জয়। ১-০ গোলে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় ও রেকর্ড ১৬তম কোপা আমেরিকা শিরোপা ঘরে তুলল আলবিসেলেস্তেরা। রাঙানো হলো ডি মারিয়ার বিদায়টাও।

অথচ, এদিন নির্ধারিত সময়েই জয়টা পেত আর্জেন্টিনা। যেতে হতো না অতিরিক্ত সময়ে। ম্যাচের ৭৫ মিনিটে এসে উদযাপনের উপলক্ষ পেয়েছিল আর্জেন্টিনা। নিকোলাস গঞ্জালেস ভেঙেছিলেন ডেডলক। তবে সেই উদযাপন শেষ হওয়ার আগেই সাইড রেফারি পতাকা তুলে জানিয়ে দেয় গোল হওয়ার আগেই অফসাইডে ছিলেন তালিয়াফিকো। ভিএআর চেক করেও দেখা গেছে একই দৃশ্য। বাতিল হয় আর্জেন্টিনার গোল। হতাশ হতে হয় সমর্থকদের। মেসির চোখের জল ঝরছে তখনও। এরপর বাকি সময় চেষ্টা চালিয়েও আর গোল পায়নি কোনো দল। নির্ধারিত সময়ে গোলশূন্য সমতা থাকায়; ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

লেখা হলো যেন রূপকথার গল্প যেন সকল মিথলজিকে হার মানিয়ে উচ্ছসিতো এবং আবেগঘন আভরণে সিক্ত হলেন এই সময়ের এঞ্জেল আনহেল ডি মারিয়া এবং পুরো ফুটবল বিশ্ব !

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Search bd News

ভারপ্রাপ্ত সম্পাদক
সাফাত আল মামুন

প্রকাশক
ইব্রাহিম খলিল

নিউজ
Email: news@prokash.live

বিজ্ঞাপণ
Email: ads@prokash.live

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || প্রকাশ

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম কোর্টের বারান্দায় দৌঁড়াতে দৌঁড়াতে নিঃস্ব হয়ে গেছি, ভূমিদস্যু আনোয়ারের বিরুদ্ধে মানববন্ধন শিরোনাম বিএনপি নেতা আলতাফ হোসেনের সভায় বিতর্কিত উপাধ্যক্ষ, ক্ষোভ শিক্ষার্থীদের শিরোনাম বাকেরগঞ্জে জেলেদের কাছে অসহায় প্রশাসন, আত্মরক্ষায় পুলিশের গুলি শিরোনাম কর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করতে হবে: নাসির জোমাদ্দার শিরোনাম 'জীবিত অবস্থায় ইসলামের শিক্ষা নিন, কবরে গিয়ে ঘুমাতে পারবেন' শিরোনাম বাকেরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ